TRENDING:

আর্জেন্টিনার কাছে কৃতজ্ঞ ব্রাজিলের কোচ তিতে ! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

Brazil coach Tite in praise for Argentine coach Marcelo Bielsa for preparing winger Raphinha. আর্জেন্টিনার কাছে কৃতজ্ঞ ব্রাজিলের কোচ তিতে ! কারণ জানলে অবাক হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলের প্রথম খেলা দেখে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। বেশ অনেকেরই নজর কেড়ে নিয়েছেন রিচার্লিসন, ভিনিসিয়াস এবং অ্যান্টনির খেলা দেখে। বার্সেলোনা উইঙ্গার রাফিনহার খেলা দেখছে প্রথমবার অনেক দর্শকই। সার্বিয়ার বক্সে যেভাবে ঝড় তুলেছেন তিনি, সেই পুরোনো ব্রাজিলের প্রতিচ্ছবি দেখিয়ে দিয়েছেন দর্শকদের।
বিয়েলসার খোলাখুলি প্রশংসায় 
তিতে
বিয়েলসার খোলাখুলি প্রশংসায় তিতে
advertisement

অক্টোবরে উরুগুয়ের বিরুদ্ধে জয়ের পরে ব্রাজিলের কোচ তিতে সাংবাদিক সম্মেলনে রাফিনহার অনেক প্রশংসা করেছিলেন। তার প্রাক্তন ক্লাব লিডসের আর্জেন্টাইন কোচকে ধন্যবাদ জানিয়েছিলেন রাফিনহাকে তৈরি করার জন্য। ২০২২ এর সেপ্টেম্বর মাসে তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পান। কিন্তু মাঠে নামতে নামতে অক্টোবর হয়ে যায়।

ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেই নিজের প্রভাব দেখতে সফল ছিলেন। ৩-১ এ জয়ে, ২টি অ্যাসিস্টের অবদান ছিল রাফিনহার। কয়েকটি ম্যাচ পরেই উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে জোড়া গোল করেছিলেন তৎকালীন লিডস ইউনাইটেডের তারকা প্রতিভা রাফিনহা। সেই ম্যাচের পরেই সাংবাদিক সন্মেলনে তিতে স্বীকার করেছিলেন, তিনি লিডসের আর্জেন্টাইন কোচ বিয়েলসার কাছে ধন্য রাফিনহার মত প্রতিভাকে তৈরি করার জন্য।

advertisement

advertisement

তিতে বলেছিলেন, আমি জনসমক্ষে বিয়েলসা এবং সমস্ত প্রশিক্ষণ কর্মীকে ধন্যবাদ জানাতে চাই রাফিনহাকে প্রস্তুত করার জন্য যা তাকে জাতীয় দলের আরো কাছে এনে দিয়েছে। দেশের জন্য রাফিনহার অবদানের অনেক প্রশংসা করলেন কোচ তিতে। আমি বিয়েলসার সাথে আমি ব্যক্তিগত ভাবে কথা বলেছি, এবং তার সাহায্যের জন্য ধন্যবাদ জানাই তাকে আমি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রিমিয়ার লিগে তার অভিষেকের পর থেকে অবাক করেছিলেন দর্শকদের। উইঙ্গার প্লেমেকার হয়ে খেলে তিনি ৬৫ ম্যাচে ১৭টি গোল এবং ১২টি অ্যাসিস্ট লিডস ইউনাইটেডের হয়ে। তার আগে ফরাসি ক্লাব স্টাদে রেনে থেকে এল্যান্ড রোডের সাথে অদলা বদলি হয়ে লিডসে এসেছিলেন। ২০২২-২৩ এর মরশুমে তিনি লিডস থেকে বার্সেলোনায় আসে। এখন জাভির দায়িত্ব এই প্রতিভাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার। ১৩ ম্যাচে ইতিমধ্যে ২টি গোল ২টি অ্যাসিস্ট করে ফেলেছিলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনার কাছে কৃতজ্ঞ ব্রাজিলের কোচ তিতে ! কারণ জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল