মুম্বইয়ের বিরুদ্ধে হারের ফলে জোর ধাক্কা খেতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। গতবারের চ্যাম্পিয়নরা আইপিএল ২০২৫-এর ৩ ম্যাচ খেলে বর্তমানে লিগ টেবিলের একেবারে নীচে নেমে গিয়েছে। ৩ ম্যাচে ১ জয়, ২ হার, ২ পয়েন্ট কেকেআরের। নবম স্থানে রয়েছে রাজস্থান। তাদেরও তিন ম্যাচে পয়েন্ট ২। তবে রান রেট -১.১১২। কেকেআর -১.৪২৮ রানরেট নিয়ে সবার শেষে রয়েছে।
advertisement
৩ ম্যাচে ১ জয় নিয়ে রানরেটের নিরিখে ছয়, সাত ও আট নম্বরে রয়েছে মুম্বই, চেন্নাই ও সানরাইজার্স। আশ্চর্যের বিষয় হল বর্তমানে প্রথম পাঁচে যে দলগুলি রয়েছে তাদের মধ্যে গুজরাতই একবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পরপর দুটি জয় ও +২.২৬৬ নেট রান রেট নিয়ে শীর্ষে রয়েছে আরসিবি। একইভাবে প্রথম দুটি ম্যাচে জয় ও +১.৩২০ রানরেট নিটে দ্বিতীয় স্থানে দিল্লি।
আরও পড়ুনঃ KKR News: মুম্বই ম্যাচ হারের পর এ কী বললেন রাহানে! কেকেআর অধিনায়কের মন্তব্যে জোর জল্পনা
বর্তমানে টেবিলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস, গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস। এলএসজি ও গুজরাত ২টি ম্যাচে ১ করে জয় পেয়েছে। পঞ্জাব অবশ্য একটি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে। তাদেরও সুযোগ রয়েছে ওপরের দিকে উঠে আসার। তবে সবে প্রতিযোগিতার শুরু। এখনও এমন অনেক ওঠা-নামা চলবে।