TRENDING:

বেঙ্গালুরুতে ফিরল ১৬ বছর আগের ইডেনের স্মৃতি

Last Updated:

প্রাক্তনদের মতে, ২০০১ সালে কলকাতায় স্টিভ ওয়া-দের বিরুদ্ধে জয় অনেক কঠিন ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: প্রথম ইনিংসে জাডেজা। দ্বিতীয় ইনিংসে পূজারা-রাহানে। আর এই পিচে লোকেশ রাহুলের ব্যাট। বেঙ্গালুরুতে বিরাট জয়ের পিছনে এই তিন ফ্যাক্টর। যেখানে শেষ কাজটা করলেন সেই রবিচন্দ্রন অশ্বিন।
advertisement

১৬ বছর পর সেই ইডেনের স্মৃতি ফিরল চিন্নাস্বামীতে। প্রাক্তনদের মতে, ২০০১ সালে কলকাতায় স্টিভ ওয়া-দের বিরুদ্ধে জয় অনেক কঠিন ছিল। কারণ, ফলো-অন খেয়ে সেই ম্যাচ বার করেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পারফরম্যান্সের দিক থেকে না হলেও, মেজাজের দিক থেকে বেঙ্গালুরুতে সেই ম্যাচকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।

টস জিতে ব্যাট। গোটা ম্যাচে এই একটা সিদ্ধান্ত ম্যাচের ফারাক গড়ে দিল। অস্ট্রেলিয়ার বিষাক্ত স্পিনের সামনে লোকেশ রাহুলের ব্যাটে ৯০ ও ৫১। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে জাডেজার ছয় উইকেট। আর ভারতের দ্বিতীয় ইনিংসে পূজারা-রাহানের ব্যাটে দুরন্ত পাটর্নারশিপ। এই তিনটি ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে ফিনিশ করলেন অশ্বিন। ভারতের মাটিতে এই ম্যাচে দু’শো উইকেট নেওয়ার নজির গড়লেন। তাই ম্যাচ শেষে বিরাটকেও স্বীকার করতে হল, গত দু’বছরে এখনও পর্যন্ত বেঙ্গালুরুতেই তাঁর নেতৃত্বে সেরা জয় পেল ভারত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
বেঙ্গালুরুতে ফিরল ১৬ বছর আগের ইডেনের স্মৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল