জয়ের নেপথ্যে মূল কারিগর তনুশ্রী সরকার, প্রিয়াঙ্কা বালার দুর্দান্ত ইনিংস। বাংলা তো দূর অস্ত, ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম শ্রেণীতে এত পাহাড় প্রমাণ রান কোনও দিন তাড়া করে জেতেনি কোনও দল। এই সিনিয়র দল আগের টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল। এবার ভারত সেরা সম্মান থেকে দল আর দুটি ম্যাচ দূরে।
সোমবার রাজকোটে নিরঞ্জন শাহ গ্রাউন্ডের স্টেডিয়াম সি-তে হরিয়ানার মুখোমুখি হয়েছিল বাংলা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলার মহিলারা। হরিয়ানা দলে জাতীয় দলের ব্যাটার শেফালি ভার্মা ১১৫ বলে ১৯৭ রান দুরন্ত ইনিংস খেলেন। ৩৯০ রানে তুলে জয় একপ্রকার নিশ্চিত ধরে নিয়েছিল হরিয়ানা।
advertisement
কিন্তু কাজে এল না শেফালি বর্মার স্মরণীয় ইনিংস। রান তাড়া করতে নেমে বাংলার ক্রিকেটার গুটিয়ে যায়নি। তনুশ্রী সরকারের ৮৩ বলে ১১৩ রান তোলে বিপক্ষের ৩ টি উইকেট নেওয়ার পর। আর উইকেটকিপার ব্যাটার প্রিয়াঙ্কা বালা ৮৩ বলে অপরাজিত ৮৮ রান করে দলকে জিতিয়ে দেন। এছাড়াও ধারা গুজ্জর ৬৯, ষষ্ঠী মন্ডল ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন।