এলিট ‘এ’ গ্রুপে এই মুহূর্তে ৬টি ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলা। আর সমসংখ্যক ম্যাচে ওড়িশার ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট। শেষ আটে যাওয়ার কোনও সম্ভাবনা নেই তাদের। তবুও পচা শামুকে পা কাটার বহু নজির রয়েছে রনজি ট্রফিতে। তাই মনোজ তিওয়ারিরা সতর্ক ও সাবধানী।
আরও পড়ুন - IND vs AUS : বিরাটকে সামলাতে এবার নতুন প্ল্যান নিয়ে ভারতে আসছেন প্যাট কামিন্স
advertisement
তাছাড়া, গ্রুপ পর্বের শীর্ষে থেকে শেষ আটে উঠতে পারলে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া যাবে। এক্ষেত্রে বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে উত্তরাখণ্ড (২৬ পয়েন্ট)। গ্রুপে দ্বিতীয় হলে বাংলাকে শেষ আটে খেলতে হবে খুব সম্ভবত শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে। ‘সি’ গ্রুপে তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল।
গ্রুপ শীর্ষে থাকলে বাংলার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কেরল, ঝাড়খণ্ড কিংবা রাজস্থানের মতো অপেক্ষাকৃত দুর্বল দল। ইডেনের পিচে পেসারদের প্রাধান্য বরাবরই বেশি থাকে। তার উপর লাল বলে সকাল থেকে খেলা। স্বভাবতই পেস আক্রমণকে শক্তিশালী করে নামতে চাইছেন মনোজরা।
কিন্তু নিরপেক্ষ কিউরেটর এসে ম্যাচের দু’দিন আগে ইডেনের পিচে জল দিয়েছেন। তাই উইকেটের চরিত্র নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুই পেসার আকাশ দীপ, ঈশান পোড়েলের খেলা নিশ্চিত। মুকেশের অনুপস্থিতিতে প্রীতম চক্রবর্তী বা গীত পুরি সুযোগ পেতে পারেন।
স্পেশালিস্ট স্পিনার হিসেবে করণ লাল শুধু খেলবেনই না, অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ওপেনও করবেন। দ্বিতীয় স্পিনারের প্রয়োজন পড়লে প্রদীপ্ত প্রামাণিকের শিকে ছিঁড়তে পারে। ওড়িশা সপ্তম পজিশনে আছে। অধিনায়ক শুভ্রাংশু সেনাপতির কাছে বাংলাকে হারানো কঠিন চ্যালেঞ্জ।