TRENDING:

দৌড়, সাঁতার, টিটি থেকে ক্রিকেট! বিশ্বজয়ের পর তিতাসের জন্য অপেক্ষা করছে আইপিএল

Last Updated:

Titas Sadhu: বিশ্বজয় হয়েছে। এবার চুঁচুডার তিতাসের জন্য অপেক্ষা করছে আইপিএলের বড় প্রস্তাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাবাকে দেখেই প্রথমে দৌড় শুরু করেছিলেন তিনি। তিতাস সাধুর বাবা ছিলেন জেলা স্তরের অ্যাথলিট। তবে তিতাসের আর শেষ পর্যন্ত দৌড়বিদ হওয়া হয়নি। তাঁর জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছিল হয়তো!
advertisement

প্রথমে দৌড়, তার পর সাঁতার, শেষে টিটি। তার পর সব ছেড়ে ক্রিকেট। আর সেই ক্রিকেট খেলেই বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য চুঁচুড়ার তিতাস সাধু।

advertisement

২০১৬-১৭ মরশুমে বাংলার মহিলা দলের বোলিং কোচ ছিলেন শিবশঙ্কর দাস। সেই সময় কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় প্রথম শিবশঙ্করের কাছে নিয়ে যান তিতাসকে। তিতাসের ছোটবেলার কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়। তিতাসের উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি। পেস বোলিংয়ের ক্ষেত্রে যা অ্যাডভান্টেজ।

advertisement

তিতাস আবার পড়াশোনাতেও ভাল। মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। সেই তিতাস বিশ্বকাপ জয়ের পর এখন আইপিএলের দিকে তাকিয়ে রয়েছেন।

advertisement

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ফেরার পর থেকে অনেক জায়গা থেকে সংবর্ধনা পেয়েছেন তিতাস। তবে তাঁর ফোকাস নড়ে যায়নি। সিনিয়র দলের হয়ে সাফল্য অর্জনই তাঁর লক্ষ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মহিলাদের আইপিএলের নিলামে এবার সবার নজর থাকবে তিতাসের দিকে। কারণ তাঁর মতো পেসারকে দলে পেতে চাইবে একাধিক দল। ফলে তিতাস এবার বড় প্রস্তাব পেতেই পারেন।

বাংলা খবর/ খবর/খেলা/
দৌড়, সাঁতার, টিটি থেকে ক্রিকেট! বিশ্বজয়ের পর তিতাসের জন্য অপেক্ষা করছে আইপিএল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল