প্রথমে দৌড়, তার পর সাঁতার, শেষে টিটি। তার পর সব ছেড়ে ক্রিকেট। আর সেই ক্রিকেট খেলেই বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য চুঁচুড়ার তিতাস সাধু।
advertisement
২০১৬-১৭ মরশুমে বাংলার মহিলা দলের বোলিং কোচ ছিলেন শিবশঙ্কর দাস। সেই সময় কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় প্রথম শিবশঙ্করের কাছে নিয়ে যান তিতাসকে। তিতাসের ছোটবেলার কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়। তিতাসের উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি। পেস বোলিংয়ের ক্ষেত্রে যা অ্যাডভান্টেজ।
তিতাস আবার পড়াশোনাতেও ভাল। মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। সেই তিতাস বিশ্বকাপ জয়ের পর এখন আইপিএলের দিকে তাকিয়ে রয়েছেন।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ফেরার পর থেকে অনেক জায়গা থেকে সংবর্ধনা পেয়েছেন তিতাস। তবে তাঁর ফোকাস নড়ে যায়নি। সিনিয়র দলের হয়ে সাফল্য অর্জনই তাঁর লক্ষ্য।
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন মহিলাদের আইপিএলের নিলামে এবার সবার নজর থাকবে তিতাসের দিকে। কারণ তাঁর মতো পেসারকে দলে পেতে চাইবে একাধিক দল। ফলে তিতাস এবার বড় প্রস্তাব পেতেই পারেন।