ক্রিকেটারদের মত তাদের রোজগার নেই। আধুনিক যুগে যথেষ্ট কম টাকা তারা পান। ব্যাট-বল হাতে যাঁরা মাঠ মাতিয়েছেন, নিজেদের দক্ষিতা দিয়ে জিতে নিয়েছেন বহু পুরস্কার। তবে পর্দার আড়ালে থেকে যাঁরা ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করে গেলেন দীর্ঘ দু'মাস ধরে, তাঁদেরও ভুলে যায়নি বিসিসিআই। আইপিএল ২০২২-এর ৬টি স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা করে বিসিসিআই।
advertisement
সোমবার বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে ৬টি স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের পুরস্কত করার কথা ঘোষণা করেন। পুরস্কারের অর্থ নেহাৎ কম নয়। মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব।
তিনি আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও দক্ষতার সঙ্গে কাজ করবেন এই মাঠ কর্মী এবং পিচ কিউরেটররা। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসার পর থেকেই মাঠকর্মীদের বেতন বাড়ানো হয়েছে। সিএবিতেও তাই হয়েছে শেষ কয়েক বছরে।