TRENDING:

ঘরের মাঠে গোটা মরশুম অপরাজিত থাকার পুরস্কার পেলেন বিরাটরা

Last Updated:

ভারতীয় ক্রিকেটারদের জন্য পুরস্কার ঘোষণা করল বিসিসিআই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ধরমশালা: টানা সাতটি সিরিজ জয় ৷ অস্ট্রেলিয়াকে হারানোর পুরস্কার যে বোর্ডের পক্ষ থেকে পাবেন বিরাটরা, সেটা আন্দাজ করাটা খুব একটা কঠিন ছিল না ৷ মঙ্গলবার মাত্র সাড়ে তিন দিনে ধরমশালা টেস্ট জেতার পরেই ভারতীয় ক্রিকেটারদের জন্য পুরস্কার ঘোষণা করল বিসিসিআই ৷ ক্রিকেটারদের জন্য ৫০ লক্ষ টাকা এবং প্রধান কোচকে ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল বোর্ড ৷ এছাড়া সাপোর্ট স্টাফদের প্রত্যেককে ১৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বোর্ড ৷
advertisement

ঘরের মাঠে ১৩ টেস্টে দশটাতে জয়। ব্যাট থেকে বল - প্রতিপক্ষকে টেক্কা। একনজরে ছয় তারা। ভারত সফরকারী প্রত্যেকটা দল তাঁর জন্য আলাদা হোমওয়ার্ক করে এসেছে। কিন্তু এক অস্ট্রেলিয়া বাদ দিয়ে কেউই তাঁকে বিপদে ফেলতে পারেনি। রানের পর রান করেছেন। ভেঙেছেন একের পর এক রেকর্ড। ভারত অধিনায়ক বিরাট কোহলি।

হোমওয়ার্কে তারকারা

advertisement

বিরাট কোহলি

ম্যাচ - ১২

রান - ১২৫২

গড় - ৬৫.৮৯

সর্বোচ্চ - ২৩৫

সেঞ্চুরি - ৪

হাফ সেঞ্চুরি- ২

ওপেনাররা ব্যর্থ হলেই সামাল দিয়েছে তাঁর ব্যাট। সিরিজে কখনও বিরাট আবার কখনও ঋদ্ধির সঙ্গে পূজারার পার্টনারশিপে বহু ম্যাচের রঙ বদলেছে।

চেতেশ্বর পূজারা

ম্যাচ - ১৩

রান - ১৩১৬

advertisement

গড় - ৬২.৬৬

সর্বোচ্চ - ২০২

সেঞ্চুরি - ৪

হাফ সেঞ্চুরি- ৮

ইংল্যান্ডের বিরুদ্ধে একশো নিরানব্বই বাদ দিয়ে বলার মত ইনিংস ছিল না তাঁর ব্যাটে। কিন্তু অজিদের বিরুদ্ধে কথা বলল কে এল রাহুলের ব্যাট। যার ফল ছটা হাফ সেঞ্চুরি।

লোকেশ রাহুল

ম্যাচ - ৯

রান - ৮১৪

গড় - ৫০.৮৭

advertisement

হাফ সেঞ্চুরি - ৬

সেঞ্চুরি - ১

সর্বোচ্চ - ১৯৯

বলেছিলেন টি-টোয়েন্টি, ওয়ান ডে- ফর্মটা টেস্টেও রাখতে চান। তার ফল, পাঁচশোর বেশি রান। সত্তরের বেশি উইকেট। তাঁকে বসিয়েছে ইয়ান বোথামের সঙ্গে এক সারিতে।

রবীন্দ্র জাডেজা

ম্যাচ - ১৩

রান - ৫৫৬

ব্যাটিং গড় - ৪২.৭৬

সর্বোচ্চ - ৯০

advertisement

হাফ সেঞ্চুরি - ৬

উইকেট - ৭১

বোলিং গড় - ২২.৮৩

সেরা বোলিং - ৭/৪৮

বল হাতে ক্যারাম বলের ভেল্কিই হোক বা ব্যাট হাতে ইনিংস সামলানো। দুটোই ভালভাবে সামলেছেন রবিচন্দ্রন অশ্বিন।

রবিচন্দ্রন অশ্বিন

ম্যাচ - ১৩

রান - ৪৬৪

ব্যাটিং গড় - ২৭.২৯

সর্বোচ্চ - ৭২

হাফ সেঞ্চুরি - ৪

উইকেট - ৮২

বোলিং গড় - ২৫.২৮

সেরা বোলিং - ৭/৫৯

তাঁর কিপিং আগেই প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু তিনি যে রানটাও করতে পারেন, সেটার প্রমাণও রেখেছেন বঙ্গ উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।

ঋদ্ধিমান সাহা

ম্যাচ - ১১

রান - ৪৪১

ব্যাটিং গড় - ৩৬.৭৫

সর্বোচ্চ - ১১৭

হাফ সেঞ্চুরি - ২

সেঞ্চুরি - ২

ক্যাচ - ২৪

স্ট্যাম্পিং - ১

ধরমশালাতে উমেশ যাদবই ভেঙেছিলেন অজি টপ অর্ডারকে। নতুন বলে বারবার নির্ভরতা দিয়েছেন অধিনায়ককে।

উমেশ যাদব

ম্যাচ - ১২

উইকেট - ৩০

বোলিং গড় - ৩৬.৭৬

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেরা বোলিং - ৪/৩২

বাংলা খবর/ খবর/খেলা/
ঘরের মাঠে গোটা মরশুম অপরাজিত থাকার পুরস্কার পেলেন বিরাটরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল