আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলে নেই কোনও চমক। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যারা খেলছেন তাদের ১৫ জনকে রেখে বিশ্বকাপের দল সাজানো হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে আল আমিরাতে ম্যাচ দিয়েই বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বে তাদের অভিযান শুরু করছে বাংলাদেশ ৷ এরপর ওমান এবং পাপুয়া নিউগিনির বিরুদ্ধে কোয়ালিফাইং পর্বের ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহরা ৷ যোগ্যতা অর্জন পর্বে বাকি দলগুলির মধ্যে ফেভারিট দুই দল অবশ্যই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ৷
এদিকে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। রবিবার থেকে অনলাইনে শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিট। করোনা পরবর্তী পরিস্থিতিতে মাঠে ফিরতে চলেছে দর্শক (ICC T20 World Cup)।
বিশ্বকাপের ম্যাচে মাঠে দর্শকের প্রবেশের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে দর্শক প্রবেশ করানোর বিষয়ে বেশ কয়েকদিন ধরেই আইসিসি এবং স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছিল বিসিসিআই (BCCI)। করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। তবে আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।
১৭ অক্টোবর থেকে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড শুরু। প্রথম ম্যাচ আয়োজিত হবে ওমানের রাজধানী মাস্কাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচে ৭০% দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর সরকার। অন্যদিকে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচ গুলিতে ৩ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। ওমানে খেলা ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০ ওমানি রিয়াল। সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচ গুলির জন্য সর্বনিম্ন টিকিটের দাম ৩০ দিরহাম ধার্য করা হয়েছে।
