TRENDING:

আফ্রিকান সিংহদের মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের বাঘেরা, হুঙ্কার সাকিবের

Last Updated:

Bangladesh captain Shakib Al Hasan ready to take on South Africa challenge in T20 World Cup. সাকিবের হুঙ্কার, ভয় পাচ্ছি না দক্ষিণ আফ্রিকাকে! দ্বিতীয় জয়ের লক্ষ্যে বাংলাদেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: বেশিদিন আগের কথা নয়। মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসে প্রথমবার বাংলাদেশ তাদের বিরুদ্ধে ২-১ সিরিজ জয় করেছিল। টাইগার ক্রিকেটের ইতিহাসে সেটা এক সোনালী অধ্যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। তাই বেশ ফুরফুরে মেজাজেই আছে সাকিব আল হাসানের দল।
আফ্রিকান সিংহদের মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের বাঘেরা
আফ্রিকান সিংহদের মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের বাঘেরা
advertisement

আরও পড়ুন - উথলে উঠছে যৌবন! বিশ্বকাপের আগে যৌন আবেদন বাড়াচ্ছেন রোনাল্ডোর বান্ধবী

যদিও সামনে এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। তারপরও সিডনিতে এই প্রতিপক্ষকে মোকাবেলার আগে চাপ মাথায় নিতে চান না টাইগার দলপতি সাকিব। সাকিব বরং চাপ ঠেলে দিলেন দক্ষিণ আফ্রিকার কোর্টে। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, এটা আমাদের দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ।

advertisement

তবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে দুই পয়েন্ট আশা করেছিল, তাদের জন্য এই ম্যাচটা বাঁচামরার। তারাই চাপে থাকবে। গত ২৪ অক্টোবর হোবার্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। এমনিতেই এই ম্যাচে তারা ছিল ফেবারিট। বৃষ্টি হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরিই প্রোটিয়াদের হাতে ছিল।

সাকিব মনে করছেন, সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্পিনারদের পক্ষে কিছুটা কথা বলায় তাদের জন্য সুবিধাই হবে। সাকিবের কথা, আমরা একটি জয় পেয়ে গেছি। এর মধ্যে আমাদের খেলতে হবে এমন এক মাঠে, যেখানে স্পিনাররা কিছুটা সাহায্য পায়। তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। কিন্তু আমরাও সেরাটা দিয়ে চেষ্টা করব।

advertisement

দক্ষিণ আফ্রিকাকে কখনও টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে সাকিব আত্মবিশ্বাসী, এবার প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে পারবে তার দল। সাকিব বলেন, তাদের বিপক্ষে সম্প্রতি আমাদের ভাল কিছু স্মৃতি আছে, অন্য ফরম্যাটে। এটা আমাদের মানসিকভাবে সাহায্য করবে। আমরা খেলা মনে খেলাটা উপভোগ করতে চাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আমরা মাঠে অনেক বাংলাদেশি সমর্থকও আশা করছি, কারণ সিডনিতে অনেক বাংলাদেশি থাকেন। তাসকিন আহমেদ দুরন্ত ছন্দে রয়েছেন। এছাড়াও সাকিব নিজে, সৌম্য সরকার, লিটন, মোস্তাফিজদের এক হয়ে লড়তে হবে দক্ষিণ আফ্রিকার মত প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে। কিলার মিলার একা নিজের দিনে সব হিসেব বদলে দিতে পারেন। তবে ভয় পেতে রাজি নয় বাংলাদেশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আফ্রিকান সিংহদের মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের বাঘেরা, হুঙ্কার সাকিবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল