গাব্বায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শাকিব আল হাসান। প্রাথমিক ধাক্কা সামলে দলকে কার্যত একার হাতে টানেন নাজিমুল হাসান শান্টো। ৫৫ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এছাড়া আফিফ হোসেন করেন ২৯ রান ও শাকিব আল হাসানকরেন ২৩ রান। তবে সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসানরা ব্যর্থ হন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করে বাংলাদেশ।
advertisement
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবোয়ে। তাসকিন আহমেদের দুরন্ত স্পেলের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়া জিম্বাবোয়ের টপ অর্ডার। সিন উইলিয়ামসের ৬৪ রানের লড়াকু ইনিংস ও রায়ান ব্রুলের ২৭ রানের ইনিংসের সৌজন্যে জয়ের আশা দেখছিল জিম্বাবোয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জিম্বাবোয়ে। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ ও ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান।
এই জয়ের ফলে গ্রুপ দুই থেকে সেমি ফাইনালে যাওয়ার আশা এখনও টিকে থাকল শাকিব আল হাসানের দলের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট বাংলােদশের। তবে ভারত ও পাকিস্তানের মত কঠিন ম্যাচ এখনও বাকি রয়েছে বাংলা টাইগার্সদের।