TRENDING:

অক্ষর প্যাটেলকে গোপন তাস হিসেবে ব্যবহার করবে ভারত, ইঙ্গিত দ্রাবিড়ের

Last Updated:

Axar Patel ready to bat up in order if required in T20 World Cup. দলের প্রয়োজনে আরও ওপরে ব্যবহার করা হতে পারে অক্ষরকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পারথ: রবীন্দ্র জাদেজা বিশ্বকাপ থেকে যাওয়ার পর বেশি দূর না ভেবে তাকেই পরিবর্ত হিসেবে ভেবে নিয়েছিল ভারতীয় দল। অক্ষর প্যাটেল জাদেজার অভাব পূর্ণ করতে পারবেন, পুরোপুরি এমন আশা রাখেন না কেউ। কিন্তু অক্ষর প্যাটেল শেষ কয়েক বছর বল করার পাশাপাশি ব্যাট হাতেও রান করার প্রবণতা দেখিয়েছেন। এটাই তার প্লাস পয়েন্ট।
প্রয়োজনে আরও ওপরে ব্যবহার করা হতে পারে অক্ষরকে
প্রয়োজনে আরও ওপরে ব্যবহার করা হতে পারে অক্ষরকে
advertisement

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাকে পাঁচ নম্বরে নামানো হলেও রান আউট হয়েছিলেন। বল হাতে ও মার খেয়েছিলেন। কিন্তু পরের ম্যাচে নেদারল্যান্ডসকে পেয়ে অক্ষর নিজের পারফরমেন্স অনেকটা উন্নত করেছিলেন। দুটি উইকেট নেন বুদ্ধি করে বল করে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ ভারতের। তার আগে রাহুল দ্রাবিড় অক্ষরকে তৈরি থাকতে বলেছেন প্রয়োজনে ওপরে ব্যাট করার জন্য। চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছেন না অক্ষর।

advertisement

আরও পড়ুন - ভারতের দৌড় সেমিফাইনাল পর্যন্ত! কোহলিদের বাড়ি ফেরার টিকিট কেটে রাখতে বললেন শোয়েব

তিনি জানিয়েছেন নেটে ব্যাটিং নিয়ে প্রতিদিন আলাদা সময় দিচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে রান করতে পারেননি মানে অন্য ম্যাচেও পারবেন না এমন নয়। বিশেষ করে ভারতের প্রথম ছয় জন ব্যাটসম্যান ডানহাতি হওয়ার কারণে অক্ষরকে মাঝের সময়টা প্রয়োজন হতে পারে। সেখানে একটা ইম্প্যাক্ট ইনিংস খেলতে পারলে দলের লাভ।

advertisement

তাই ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের কাছে সেভাবেই অনুশীলন চালিয়েছেন। দক্ষিণ আফ্রিকার দলে একাধিক বাঁহাতি। তাদের বিরুদ্ধে বল করার সময় অক্ষরকে কঠিন পরীক্ষা দিতে হতে পারে। তেমনই বিপক্ষ দলে লেগ স্পিনার অথবা বাঁহাতি স্পিনার থাকলে ব্যাটসম্যান হিসেবে সেই সুবিধে নিতে হবে বিলক্ষণ জানেন অক্ষর। এর জন্য মানসিকভাবেও তিনি তৈরি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানিয়েছেন পাকিস্তান ম্যাচে নিজের বোলিং নিয়ে ভিডিও এনালাইসিস করেছেন পরে। সেখানে দুর্বলতা খোঁজার চেষ্টা করেছেন। তাই এই ভারতীয় দলে অক্ষর প্যাটেল যে গোপন তাস হতে চলেছেন তাতে সন্দেহ নেই।

বাংলা খবর/ খবর/খেলা/
অক্ষর প্যাটেলকে গোপন তাস হিসেবে ব্যবহার করবে ভারত, ইঙ্গিত দ্রাবিড়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল