প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাকে পাঁচ নম্বরে নামানো হলেও রান আউট হয়েছিলেন। বল হাতে ও মার খেয়েছিলেন। কিন্তু পরের ম্যাচে নেদারল্যান্ডসকে পেয়ে অক্ষর নিজের পারফরমেন্স অনেকটা উন্নত করেছিলেন। দুটি উইকেট নেন বুদ্ধি করে বল করে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ ভারতের। তার আগে রাহুল দ্রাবিড় অক্ষরকে তৈরি থাকতে বলেছেন প্রয়োজনে ওপরে ব্যাট করার জন্য। চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছেন না অক্ষর।
advertisement
আরও পড়ুন - ভারতের দৌড় সেমিফাইনাল পর্যন্ত! কোহলিদের বাড়ি ফেরার টিকিট কেটে রাখতে বললেন শোয়েব
তিনি জানিয়েছেন নেটে ব্যাটিং নিয়ে প্রতিদিন আলাদা সময় দিচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে রান করতে পারেননি মানে অন্য ম্যাচেও পারবেন না এমন নয়। বিশেষ করে ভারতের প্রথম ছয় জন ব্যাটসম্যান ডানহাতি হওয়ার কারণে অক্ষরকে মাঝের সময়টা প্রয়োজন হতে পারে। সেখানে একটা ইম্প্যাক্ট ইনিংস খেলতে পারলে দলের লাভ।
তাই ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের কাছে সেভাবেই অনুশীলন চালিয়েছেন। দক্ষিণ আফ্রিকার দলে একাধিক বাঁহাতি। তাদের বিরুদ্ধে বল করার সময় অক্ষরকে কঠিন পরীক্ষা দিতে হতে পারে। তেমনই বিপক্ষ দলে লেগ স্পিনার অথবা বাঁহাতি স্পিনার থাকলে ব্যাটসম্যান হিসেবে সেই সুবিধে নিতে হবে বিলক্ষণ জানেন অক্ষর। এর জন্য মানসিকভাবেও তিনি তৈরি।
জানিয়েছেন পাকিস্তান ম্যাচে নিজের বোলিং নিয়ে ভিডিও এনালাইসিস করেছেন পরে। সেখানে দুর্বলতা খোঁজার চেষ্টা করেছেন। তাই এই ভারতীয় দলে অক্ষর প্যাটেল যে গোপন তাস হতে চলেছেন তাতে সন্দেহ নেই।