TRENDING:

WTC Final: অস্ট্রেলিয়াকে হারানোর নকশা তৈরি ভারতের! অক্ষর প্যাটেল হতে পারেন গোপন অস্ত্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: রবীন্দ্র জাদেজা ভারতীয় দলে থাকার কারণে তিনি শেষ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। কিন্তু সুযোগ পেলে অক্ষর প্যাটেল বুঝিয়ে দিতে চান তিনি কি করতে পারেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার দলের প্রত্যেকে অনুশীলনে উপস্থিত ছিলেন।
ডিউক বলে প্রস্তুতি সারা অক্ষরদের
ডিউক বলে প্রস্তুতি সারা অক্ষরদের
advertisement

আপাতত কোচ রাহুল দ্রাবিড়ের লক্ষ্য, ক্রিকেটারদের টি-২০ ক্রিকেটের হ্যাংওভার কাটিয়ে টেস্ট ক্রিকেটের মোড়কে মুড়ে ফেলা। আগামী ৭ জুন শুরু ফাইনাল। অর্থাৎ, প্রস্তুতির জন্য আর মাত্র পাঁচদিন হাতে সময় পাচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই অল্প সময়ের মধ্যে কতটা লাল বলের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা, তা নিয়ে সংশয় থাকছেই।

advertisement

দলের অন্যতম সদস্য অক্ষর প্যাটেল অবশ্য সাফ জানিয়েয়েছেন, পুরো প্রস্তুতি নিয়েই তাঁরা লন্ডনে এসেছেন। আইসিসি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এই বাঁহাতি অলরাউন্ডার জানান, সাদা বলের ফরম্যাট থেকে লাল বলে মানিয়ে নেওয়াটা সবসময় চ্যালেঞ্জের। তা মাথায় রেখেই আইপিএল চলাকালীন আমরা লাল বলে প্রস্তুতি সেরেছি।

ডিউকস বলে টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে, এটা কারও অজানা ছিল না। তাই ফ্র্যাঞ্চাইজি দলের কোচিং স্টাফের সঙ্গে পরামর্শ করেই অনুশীলনে লাল বলও ব্যবহার করি। টেস্টে মূলত এসজি বল ব্যবহৃত হয়। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে ডিউকস বলে।

তাই শুধু টি-২০ থেকে টেস্ট ফরম্যাটেই নিজেদের মানিয়ে নেওয়া নয়, একই সঙ্গে বলের ব্যবহারের ক্ষেত্রেও ধাতস্থ হতে হবে ভারতীয় ক্রিকেটারদের। অক্ষর প্যাটেলের মন্তব্য, ‘যে কোনও পরিবর্তনের জন্য দক্ষতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও থাকা প্রয়োজন। তা সাদা থেকে লাল বল হোক, কিংবা এসজি থেকে ডিউকস। পরিকল্পনামাফিক আমাদের সঠিক জায়গায় বল করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া ভারতের থেকে ইংল্যান্ডের পরিবেশ পুরোপুরি আলাদা। এখানে পেসাররা অনেক বেশি সাহায্য পাবে। অক্ষর মনে করেন অস্ট্রেলিয়াকে সম্মান করলেও ভয় পায় না ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ফাইনালে উঠে ও হাতছাড়া হয়েছিল ট্রফি। ক্যাঙ্গারু ব্রিগেডের বিপক্ষে সেটা আর করতে চায় না ভারত।

বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final: অস্ট্রেলিয়াকে হারানোর নকশা তৈরি ভারতের! অক্ষর প্যাটেল হতে পারেন গোপন অস্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল