তার ছন্দ লাগবে, ফর্ম ফিরে পেতে হবে। বাজে একটা (টি-টোয়েন্টি) বিশ্বকাপ গেছে তার। অ্যাশেজের আগে মিচেল স্টার্ককে নিয়ে বলেছিলেন শেন ওয়ার্ন। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে লেগ স্পিন কিংবদন্তির প্রথম পছন্দ ছিলেন ঝাই রিচার্ডসন। অথচ সেই স্টার্কই শেষ পর্যন্ত সিরিজে নিয়েছেন ১৯ উইকেট, দুই দলের মধ্যে এর চেয়ে বেশি ২১টি উইকেট নিয়েছেন শুধু প্যাট কামিন্স।
advertisement
ওয়ার্নের সমালোচনার জবাব যদি কিছু দেওয়ার থাকে, স্টার্ক তো নিজের পারফরম্যান্সেই দিয়ে দিয়েছেন! স্টার্ক অ্যাশেজে খেলেছেন পাঁচ টেস্টের সব কটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের এই সদস্য এবার জিতেছেন অস্ট্রেলিয়ার ছেলেদের ক্রিকেটের বর্ষসেরার পুরস্কার অ্যালান বর্ডার পদক। সতীর্থ মিচেল মার্শ (১০৬ ভোট) ও ট্রাভিস হেডকে (৭৬ ভোট) পেছনে ফেলে জিতেছেন ১০৭ ভোট পাওয়া স্টার্ক। সেখানেই সুযোগ পেয়ে ওয়ার্নের সমালোচনার জবাবটা মুখেও দিয়ে দিয়েছেন।
জানিয়েছেন, ওয়ার্নের এসব কথাকে পাত্তা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছেন না তিনি। ব্রিসবেনে প্রথম টেস্টের প্রথম বলেই ররি বার্নসকে বোল্ড করে যেন অ্যাশেজের গতিপথটা ঠিক করে দিয়েছিলেন স্টার্ক। বার্নসকে বেসামাল করে দেওয়া সে বলে মুভমেন্ট ছিল না, এমনও দাবি করেছিলেন ওয়ার্ন, বাঁহাতি হিসেবে এমন একটা হাফ ভলি মিস করা উচিত নয় আপনার। আমার মনে হয় না কোনো সুইং ছিল বলটায়। কোনোই সুইং নেই!
অ্যালান বর্ডার পদক জেতার পর বার্নসকে করা ওই ডেলিভারি নিয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিতে ওয়ার্নকে প্রথমে খোঁচা দিয়েছেন স্টার্ক, কী যেন ছিল বলটা? আমার তো মনে হয় কেউ বলেছিল, এটা সোজাসুজি একটা হাফ ভলি ছিল, লেগ স্টাম্পের ওপর। স্টার্কের এমন ইঙ্গিতের পর সরাসরিই ওয়ার্নের সমালোচনা নিয়ে জানতে চাওয়া হয়েছিল স্টার্কের কাছে।
তবে উত্তরসূরির এমন কথাকে পাত্তা না দেওয়ার ব্যাপারটা সরাসরিই জানিয়েছেন তিনি, আমার কোনো আগ্রহ নেই এসবে। তিনি তাঁর মত দিতেই পারেন। আমি নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। যতদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলব, নিজের সেরাটা দেব।
ফাস্ট বোলার হিসেবে আমাদের সময় সীমিত। তাই নিজেকে ফিট রাখা বিশাল চ্যালেঞ্জ। মুখে নয়, আমার পারফরম্যান্স কথা বলবে আমার হয়ে। পরবর্তী লক্ষ্য দেশের মাটিতে বছর শেষে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা। শেন ওয়ার্ন শুনছেন কি?