TRENDING:

FIFA Womens World Cup: ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চমক! কানাডাকে দাঁড় করিয়ে ৪ গোল ক্যাঙ্গারুদের

Last Updated:

৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিলেন হেলে রাসো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেলবোর্ন: মেয়েদের বিশ্বকাপে কয়েক ঘন্টা আগে নিউজিল্যান্ডের মাটিতে জাপান উড়িয়ে দিয়েছিল স্পেনকে। তারপর ঘন্টা পর অস্ট্রেলিয়ার মেলবোর্নে খেলা ছিল কানাডা এবং অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার ওপর যথেষ্ট চাপ ছিল। তবে আজ যেন কিছু প্রমাণ করার তাগিদ নিয়েই মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার মেয়েরা। ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিলেন হেলে রাসো। প্রথমে অফসাইড দেওয়া হলেও পরে ভিডিও দেখে গোল দিয়ে দেন রেফারি।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বড় জয়
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বড় জয়
advertisement

৩৯ মিনিটে দ্বিতীয় গোল অস্ট্রেলিয়ার। বক্সের মধ্যে জটলা থেকে বল ক্লিয়ার করতে পারেনি কানাডা। রাসো হাফ টার্নে বা পায়ের প্লেসিং করে ব্যবধান বাড়ালেন। মাঝখানে আরো একটি গোল অফ সাইডের কারণে বাতিল হয়ে গেল অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার মেয়েদের গতি, স্কিল এবং জায়গা নেওয়ার সঙ্গে পাল্লা দিতে পারছিলেন না কানাডার মেয়েরা।

আশা ছিল হয়তো সেকেন্ড হাফে কামব্যাক করবে কানাডা। উল্টে ৫৮ মিনিটে তিন নম্বর গোল পেয়ে গেল অস্ট্রেলিয়া। বাঁদিক থেকে ক্যাটলিন ফোর্ডের বাড়ানো বলে পা লাগিয়ে গোল পেলেন মেরি ফাওলার। বল পোস্টে লেগে জালে জড়িয়ে গেল। এখানেই ঠিক হয়ে গেল ম্যাচটা জিততে চলেছে অস্ট্রেলিয়া। নিজেদের ঘরের মাঠে দর্শকদের সমর্থনটাও ছিল তাদের জন্য।

advertisement

কানাডা চেষ্টা করেছিল বটে। কিন্তু অস্ট্রেলিয়ার ডিফেন্সে কার্পেন্টর, কেনেডি, হানটরা দুর্ভেদ্য ছিলেন। কানাডার খেলায় অস্ট্রেলিয়ার ডিফেন্স ভাঙ্গার প্ল্যান বি ছিল না। ৭৫ মিনিটে জোড়া গোল করা রসোকে তুলে নিয়ে ভাইনকে নামানো হল। অস্ট্রেলিয়ার ভাগ্য খারাপ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফাওলারের শট পোস্টে না লাগলে চার নম্বর গোলটাও চলে আসতে পারত। অবশেষে চার নম্বর গোলটা এল। অতিরিক্ত ৮ মিনিট সময় দেওয়া হয়েছিল। পেনাল্টি থেকে কানাডার কফিনে শেষ পেরে একটি পুঁতে দিলেন ক্যাটলে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
FIFA Womens World Cup: ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চমক! কানাডাকে দাঁড় করিয়ে ৪ গোল ক্যাঙ্গারুদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল