TRENDING:

Ashes 2023: বেন স্টোকসের ঐশ্বরিক ইনিংস ব্যর্থ! ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজে ২-০ লিড অস্ট্রেলিয়ার

Last Updated:

স্টোকস রবিবারও চেষ্টা করেছিলেন। কিন্তু এ বার পারলেন না। ১৫৫ রান করেও হল না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: তিনি চিরকাল বড় ম্যাচের প্লেয়ার। এর আগে একাধিকবার প্রমাণ করেছেন। বিশ্বকাপেও প্রায় একার হাতেই ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করেছিলেন বেন স্টোকস। আজ আরও একবার একাই রুখে দাঁড়িয়ে ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অ্যাশেজ ২০২৩। আরও এক বার লড়লেন সেই স্টোকস। জনি বেয়ারস্টো যখন বেআক্কেলে ছেলের মতো বল কোথায় আছে না দেখে ক্রিজ ছেড়ে বেরিয়ে আউট হলেন, তখনও অধিনায়কোচিত ইনিংস খেললেন বিগ বেন’।
ব্যর্থ বিগ বেনের লড়াই
ব্যর্থ বিগ বেনের লড়াই
advertisement

স্টোকস রবিবারও চেষ্টা করেছিলেন। কিন্তু এ বার পারলেন না। ১৫৫ রান করেও হল না। প্যাট কামিন্সদের পরিকল্পনা ব্যর্থ করতে পারলেন না স্টোকস। লর্ডসে ৪৩ রানে হেরে গেল ইংল্যান্ড।অ্যাশেজের প্রথম ম্যাচে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাজ়বল ব্যর্থ হয়। আগ্রাসী ক্রিকেট খেলার নামে ইংল্যান্ডের নেওয়া সিদ্ধান্ত ভুল বলে মনে করেন অনেকেই।

ইংল্যান্ডের এই বাজ়বল ক্রিকেটের সমালোচনা করেছেন বাংলার ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। ৬ জুলাই থেকে শুরু হবে সেই টেস্ট। স্টোকস ম্যাচ শেষে বলেন, “আমরা বাকি তিনটে টেস্ট জেতার কথাই শুধু ভাবছি। এই সিরিজ় আমরা ৩-২ ব্যবধানে জিততে চাই।সবাই নীচের সারির ব্যাটার। তাঁদের নিয়েই লড়াই শুরু করলেন স্টোকস।

advertisement

প্রথম গিয়ার থেকে সরাসরি পৌঁছে গেলেন পঞ্চম গিয়ারে। অস্ট্রেলিয়ার পেসারদের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করলেন তিনি। দর্শকদের মনে পড়ে যাচ্ছিল চার বছর আগের হেডিংলে। সেখানে একাই ইংল্যান্ডকে জিতিয়েছিলেন স্টোকস। কিন্তু এ বার আর তা পারলেন না ‘বিগ বেন’। ২১৪ বলে ১৫৫ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু প্রতিপক্ষের মন জয় করে নিলেন স্টোকস। তিনি যখন আউট হয়ে ফিরছেন তখন প্যাট কামিংস, স্টিভ স্মিথরা ছুটে এসে পিঠ চাপড়ে দিলেন স্টোকসের। দর্শকেরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ধন্যবাদ জানালেন। লড়াইয়ের জন্য ইংরেজ অধিনায়ককে কুর্নিশ জানালেন তাঁরা। অস্ট্রেলিয়া কেন চ্যাম্পিয়ন দল প্রমাণ করে চলেছে। তবে ইংল্যান্ড তৃতীয় টেস্টে লিডসে কমব্যাক করার চেষ্টা করবে সেটা বোঝা যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ashes 2023: বেন স্টোকসের ঐশ্বরিক ইনিংস ব্যর্থ! ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজে ২-০ লিড অস্ট্রেলিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল