প্রথম পর্বে ঘরের মাঠে ১-০ গোলে জিতে অ্যাডভান্টেজ পজিশনে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার পাল্টা ঘরের মাঠে নিজেদের অস্তিত্ব টিঁকিয়ে রাখার লড়াই পেপ গুয়ার্দিওলার দলের। চেয়েছিলেন এরই মাঝে বুন্দেশলিগা ঘরে তুলে নিয়ে নিশ্চিন্ত থাকতে। কিন্তু সেটা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ছাড়পত্র জোগাড় করাই তাই প্রধান লক্ষ্য এখন বায়ার্নের। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ২৮টি গোল করেছে বায়ার্ন। আটটি করে গোল করেছেন টমাস মুলার ও রবার্ট লেওয়ানডস্কি। তবে নিজেদের ঘরের মাঠে এই ট্র্যাক রেকর্ড ধরে রাখতে চান পেপ। বোয়েতাং চোট সারিয়ে উঠলেও, প্রথম একাদশে চোটের কারণে অনিশ্চিত শুধু রিবেরি।
advertisement
অন্যদিকে বার্সাকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসা অ্যাটলেটিকো মাদ্রিদ স্বস্তিতে। ঘরের মাঠে এক গোলে হলেও জয় এসেছে। সিমিওনের ছেলেরা তাই সাবধানী দ্বিতীয় ম্যাচেও। জমাট রক্ষণের জন্য বরাবরের সুনাম সিমিওনের ছেলেদের। বায়ার্নের আক্রমণ প্রতিহত করাই তাই মূল লক্ষ্য হতে চলেছে অ্যাটলেটিকো ফুটবলারদের। অ্যালায়েঞ্জের মাঠে প্রতি আক্রমণে ভয়ঙ্কর হয়ে ওঠাই হবে মূল শক্তি। তবে অ্যাটলেটিকোর রক্ষণের স্তম্ভ দিয়েগো গডিনের হ্যামস্ট্রিং মাসলে চোট রয়েছে।