এদিকে আশা জাগিয়েও উশুতে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে৷ ভারতের রশবিনা দেবী নাওরেম ফাইনালে চিনের প্রতিপক্ষ উও জিওয়েইরে কাছে হারলেন৷
৬০ কেজি বিভাগে এই রুপো পেলেন তিনি৷ এদিকে ভারতীয় পুরুষ শ্যুটাররা এদিন মোট ১৭৩৪ পয়েন্ট পেলেন৷ এই পয়েন্টেই তাঁরা টপ করলেন৷ ভারতীয় শ্যুটাররা এদিন চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইতে এক পয়েন্ট বেশি পেয়ে সেরা হলেন৷ ভিয়েতনাম এতে ব্রোঞ্জ পেল৷
অর্জুন ও সরবজিৎ ব্যক্তিগত বিভাগেরও ফাইনালে পৌঁছেছেন৷ সরবজিৎ ৫৮০, অর্জুন ৫৭৮, শিবা ৫৭৬ স্কোর করেছিলেন৷
নয়াদিল্লি: পিভি সিন্ধু মঙ্গোলিয়ার প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করলেন৷ মায়াগামস্তেরেন গানবাটারকে স্ট্রেট গেমে হারালেন হায়দারবাদী শাটলার৷ খেলার ফল ২১-২, ২১-৩৷ এটাই ছিল তাঁর মহিলাদের ব্যাডমিন্টনে প্রথম গেম৷
এদিকে অস্মিতা চালিহাও সহজ জয় দিয়ে অভিযান শুরু করেন৷ তিনি খেরলেন ডারখানবাটারকে হারালেন৷ খেলার ফল ২১-২, ২১-৩ ৷ এর ফলে টাইতে ২-০ তে এগিয়ে ভারত৷