TRENDING:

Indian Hockey Team: ফের ১৬ গোল, উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকে গোলের মালা পড়াল ভারতীয় হকি দল

Last Updated:

Indian Hockey Team: এশিয়ান গেমসে দুরন্ত ছন্দে ভারতীয় হকি দল। সামনে যেই দলই আসছে তাদের গোলের মালা পড়িয়ে দিচ্ছে মনদীপ সিং, হরমনপ্রীত সিংরা। প্রথম ২ ম্যাচে ১৬ গোলের নীচে স্কোরও করছে হকি টিম ইন্ডিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়ান গেমসে দুরন্ত ছন্দে ভারতীয় হকি দল। সামনে যেই দলই আসছে তাদের গোলের মালা পড়িয়ে দিচ্ছে মনদীপ সিং, হরমনপ্রীত সিংরা। প্রথম ২ ম্যাচে ১৬ গোলের নীচে স্কোর করছে না হকি টিম ইন্ডিয়া। তফাৎ শুধু প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারিয়েছিল ভারত, আর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে হারাল ১৬-১ গোলে। ২ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ভারতীয় হকি দল।
ভারতীয় হকি দল
ভারতীয় হকি দল
advertisement

সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের প্রথম ১০ মিনিট প্রতিপক্ষ দলকে বুঝে নিতে যেটুকু সময় নিয়েছিল ভারতীয় দল। তারপর থেকে শুধুই আক্রমণের ঝড়। মনদীপ, হরমনপ্রীত, মনপ্রীত, ললিত কুমারদের আক্রমণে রোখার কোনও ক্ষমতাই ছিল না সিঙ্গাপুরের রক্ষণে। ম্যাচের ১২ মিনিটে আসে প্রথম গোল। এরপর আর থামেনি ভারত। নিয়মিত কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক গোল আসতে থাকে। ম্যাচের ৫৩ মিনিটে একটি গোল শোধ করে সিঙ্গাপুর। শেষ পর্যন্ত ১৬-১ গোলে জয় পায় ভারত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের হ্যাটট্রিক করেন হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। হ্যাটট্রিক সহ একাই ৪টি গোল করেন হরমনপ্রীত সিং। এছাড়া গোল করেন ললিত কুমার উপাধ্যায়, গুরজন্ত সিং, ভিভেক সাগর প্রসাদ,মনপ্রীত সিং, সামশের সিং, অভিষেক ও বরুণ কুমার। সিঙ্গাপুরের হয়ে একটি মাত্র গোল করেন মুহাম্মদ। বৃহস্পতিবার ভারতের পরবর্তী ম্যাচ জাপানের বিরুদ্ধে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Indian Hockey Team: ফের ১৬ গোল, উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকে গোলের মালা পড়াল ভারতীয় হকি দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল