সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের প্রথম ১০ মিনিট প্রতিপক্ষ দলকে বুঝে নিতে যেটুকু সময় নিয়েছিল ভারতীয় দল। তারপর থেকে শুধুই আক্রমণের ঝড়। মনদীপ, হরমনপ্রীত, মনপ্রীত, ললিত কুমারদের আক্রমণে রোখার কোনও ক্ষমতাই ছিল না সিঙ্গাপুরের রক্ষণে। ম্যাচের ১২ মিনিটে আসে প্রথম গোল। এরপর আর থামেনি ভারত। নিয়মিত কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক গোল আসতে থাকে। ম্যাচের ৫৩ মিনিটে একটি গোল শোধ করে সিঙ্গাপুর। শেষ পর্যন্ত ১৬-১ গোলে জয় পায় ভারত।
advertisement
সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের হ্যাটট্রিক করেন হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। হ্যাটট্রিক সহ একাই ৪টি গোল করেন হরমনপ্রীত সিং। এছাড়া গোল করেন ললিত কুমার উপাধ্যায়, গুরজন্ত সিং, ভিভেক সাগর প্রসাদ,মনপ্রীত সিং, সামশের সিং, অভিষেক ও বরুণ কুমার। সিঙ্গাপুরের হয়ে একটি মাত্র গোল করেন মুহাম্মদ। বৃহস্পতিবার ভারতের পরবর্তী ম্যাচ জাপানের বিরুদ্ধে।