TRENDING:

Indian Football Team: রোনাল্ডোর সতীর্থের জোড়া গোলে স্বপ্নভঙ্গ সুনীলের, সৌদির কাছে হেরে এশিয়াডে থেকে বিদায় ভারতের

Last Updated:

Indian Football Team: প্রথমার্ধে লড়াই করে সৌদির আরবের মত শক্তিশালী দলকে আটকে রেখেছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক লড়াই করলেও হল না শেষ রক্ষা। ২-০ গোলে হেরে এশিয়ান গেমসের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল ভারতীয় ফুটবল দলকে। ম্যাচে সৌদির হয়ে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের সতীর্থ মারান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রথমার্ধে লড়াই করে সৌদির আরবের মত শক্তিশালী দলকে আটকে রেখেছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে হল না শেষ রক্ষা। ২-০ গোলে হেরে এশিয়ান গেমসের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল ভারতীয় ফুটবল দলকে। ম্যাচে সৌদির হয়ে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের সতীর্থ খলিল মারান।
advertisement

এদিন ম্যাচে শুরু থেকেই নিজেদের শক্তি জাহির করে সৌদি আরব। একের পর এক আক্রমণ গড়ে তোলে এশিয়ার শক্তিধর দেশের অ্যাটাকিং লাইন। তবে ম্যাচে প্রথমার্ধে চোয়াল চাপা লড়াই করে সৌদির লাগাার আক্রমণ আটকে যায় ভারত। দু-একবার গোল করার মত সুযোগ তৈরি করে ভারতীয় দলও। কিন্তু কাজের কাজ হয়নি। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

advertisement

কিন্তু দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল হজম করতে হয়। ম্যাচের ৫১ মিনিটে হম্মদ আবু আল শামাতের ক্রস থেকে খলিল মারান হেডে বল জালে জড়াতে কোনও ভুল করেননি। দ্বিতীয় গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি সৌদিকে। ৫৭ মিনিটে থ্রু বল থেকে ধীরজকে বোকা বানিয়ে দ্বিতীয় গোলটি করেন মারান। ফলে সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

advertisement

আরও পড়ুনঃ ODI World Cup 2023: ১৯৭৫-এ শুরু, বলুন তো বিশ্বকাপে ভারতের প্রথম সেঞ্চুরি কে করেছিলেন

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এরপর ভারত ম্যাচের ফেরার আপ্রাণ চেষ্টা করে। বেশ কয়েকটি গোলমুখী আক্রমণও করে ভারত। কিন্তু কাজের কাজ হয়নি। গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সৌদি আরবরও। শেষ পর্যন্ত ২-০ গোলেই জেতে ভারত। শেষ হল এশিয়াডে ভারতীয় ফুটবল দলের পদক জয়ের স্বপ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Indian Football Team: রোনাল্ডোর সতীর্থের জোড়া গোলে স্বপ্নভঙ্গ সুনীলের, সৌদির কাছে হেরে এশিয়াডে থেকে বিদায় ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল