চিনা ওয়েবসাইট চায়না ডেইলি অনুযায়ি এশিয়ান অলিম্পিক পরি৷ ঘোষণা করেছে ১৯তম এশিয়ান গেমস অনিশ্চিত কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে এই খেলার জন্য নতুন তারিখ ঘোষণা করে দেওয়া হবে৷
আরও পড়ুন - Coronavirus-র সংক্রমণে কত মানুষের মৃত্যু হয়েছে, WHO-র পরিসংখ্যানে চমকে যাচ্ছে ভারত
চিনের হাংঝাউতে হতে চলেছিল এশিয়ান গেমস৷ কিন্তু এই জায়গাটা সাংঘাইয়ের পাশে৷ চিনের সবচেয়ে বড় শহর শাংহাই৷ সম্প্রতি এখানে করোনা ভাইরাস সংক্রমণের জন্য এক সপ্তাহের লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে৷ এদিকে ১.২ কোটি জনবসতি সম্পন্ন হাংঝাউতে এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসের জন্য ৫৬ টি প্রতিযোগিতা স্থল তৈরি হয়ে গেছে৷
advertisement
চিনের হাংঝাউতে আয়োজিত ১৯ তম এশিয়ান গেমসের শুরু ১০ সেপ্টেম্বর হবে৷ এই টুর্নামেন্ট ১৫ দিন ধরে আয়োজন করে হবে৷ এই এশিয়ান গেমসে ৪৫ দেশের ক্রীড়াবিদরা অংশ নেবেন৷ এশিয়ান গেমসে ৩৭ ধরণের খেলা হবে৷ যেখানে ক্রীড়াবিদরা নিজেদের দমদার পারফরম্যান্স দেবেন৷ এই ৩৭ খেলায় ২৮ টি খো এমন যা ২০২৪ -র প্যারিস অলিম্পিক্সেরও অংশ হতে চলেছে৷<
এদিকে এর আগেএশিয়ানগেমস ২০২২ চিনের হাংঝাউতে হওয়ার কথা৷ ১৯ তম মরশুমের এশিয়ান গেমস ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর অবধি হবে৷ কিন্তু খেলার এই মহাকুম্ভ কী আদৌ হবে? কারণ মেগা এই ইভেন্টের মাথায় করোনা ভাইরাস সংক্রমণের কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে৷ এই মুহূ্র্তে চিনে করোনার কালো মেঘ ছেয়ে রয়েছে৷ এমনকি পরিস্থিতি এতটাই ভয়ানক যে এশিয়ান গেমস স্থগিত হয়ে যেতে পারে৷ তবে এই নিয়ে কোনও সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি আসেনি৷ আসলে এশিয়ান স্পোর্টসে এই ইভেন্ট সব সেরাদের নিজেদের তুলে ধরার মঞ্চ৷ ভারতীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন সঠিক সময়ে এই ইভেন্ট নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে৷ অর্থাৎ কোনও পক্ষই এই মুহূর্তে এশিয়ান গেমস নিয়ে কোনও কথা বলতে চাইছিল না৷