ভারতীয় দলে সুযোগ পেতে হলে যে কোনও ক্রিকেটারকে ইয়ো ইয়ো টেস্ট পাশ করতে হয়। আর পাশ মার্কস হল ১৬.২। সেখানে বিরাট কোহলি স্কোর করেন ১৭.২। সেই ফিটনেস টেস্টের রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিরাট কোহলি লেখেন,”ইয়ো ইয়ো টেস্ট শেষ করার পরের আনন্দ। ১৭.২ হয়েছে।” বিরাটের ফিটনেস টেস্টের রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তুললেও বিষয়টি একেবারেই ভালভাবে নেয়নি বিসিসিআই।
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে লিখিতেভাবে কোনও বার্তা দেওয়া না হলেও মৌখিকভাবে বিসিসিআই জানিয়েছে, ভারতীয় দলের কোনও গোপন তথ্য তা সোশ্যাল মিডিয়ায় এইভাবে প্রকাশ করা যাবে না। অনুশীলনের ছবি পোস্ট করতে কোনও সমস্যা না থাকলেও ফিটনেস টেস্টের রিপোর্ট ফাঁস করার অধিকার কারও নেই। কারও নাম না করা হলেও বিরাট কোহলির ঘটনার পরই এই বার্তা দেয় বিসিসিআই।
আরও পড়ুনঃ Asia Cup 2023 Female TV Presenters: এশিয়া কাপে সুন্দরীদের মেলা! এবার মাঠের বাইরেও থাকবে আলাদা আকর্ষণ
প্রসঙ্গত, ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৩। সেই এশিয়াকেপ জন্য বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুর এনসিএ-তে অনুশীলন শুরু করেছে টিম ইন্ডিয়া। ধীরে ধীরে এই ক্যাম্পে যোগ দিচ্ছেন এশিয়া কাপের জন্য নির্বাচিত সকল ক্রিকেটাররা। ২ তারিখ এশিয়া কাপে প্রথম ম্যাচ ভারতীয় দলের। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।
