TRENDING:

Argentina vs France: মাঠের বাইরে স্কালোনি বনাম দেশঁ, দুই হেডস্যারের মগজাস্ত্রের লড়াই, জো জিতা ওহি সিকন্দার

Last Updated:

ফাইনালে মুখোমুখি ফ্রান্স-আর্জেন্টিনা। এমবাপে বনাম মেসির লড়াই। আমনে সামনে গ্রিজম্যান-আলভারেজ। তেকাঠির নিচে মার্টিনেজ বনাম লরিস। তবে এই সব ছাপিয়েও আরও একটা লড়াই দেখার অপেক্ষা। ফাইনালে যুযুধান দুই কোচের মগজযুদ্ধ। স্ট্র্যাটেজির লড়াই। ফ্রান্সের দিদিয়ের দেশঁ বনাম আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোহা: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স-আর্জেন্টিনা। এমবাপে বনাম মেসির লড়াই। আমনে সামনে গ্রিজম্যান-আলভারেজ। তেকাঠির নিচে মার্টিনেজ বনাম লরিস। তবে এই সব ছাপিয়েও আরও একটা লড়াই দেখার অপেক্ষা। ফাইনালে যুযুধান দুই কোচের মগজযুদ্ধ। স্ট্র্যাটেজির লড়াই। ফ্রান্সের দিদিয়ের দেশঁ বনাম আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।
মাঠের বাইরে স্কালোনি বনাম দেশঁ, ২ হেডস্যারের মগজাস্ত্রের লড়াই, জো জিতা ওহি সিকান্দর
মাঠের বাইরে স্কালোনি বনাম দেশঁ, ২ হেডস্যারের মগজাস্ত্রের লড়াই, জো জিতা ওহি সিকান্দর
advertisement

ফুটবলে মাঠের লড়াই। মাঠের বাইরেও লড়াই। কোচদের মগজাস্ত্রে শান। একদিকে আর্জেন্টিনার লিয়োনেল স্কালোনি । উল্টোদিকে ফ্রান্সের দিদিয়ের দেশঁ। সাফল্যের দিক থেকে দেশঁ অবশ্য অনেক এগিয়ে। খেলোয়াড় জীবনে বর্তমান কোচ দেশঁ খেলতেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। ফ্রান্সের অধিনায়ক হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতেন তিনি। ২০০০ সালে ফ্রান্সের অধিনায়ক হিসেবে ইউরো কাপ জেতেন দেশঁ। ফুটবলার হিসেবে জুভেন্তাস, চেলসি, ভ্যালেন্সিয়ার মত দলে খেলেন তিনি। খেলা ছাড়ার পর কোচিং শুরু ফ্রান্সের মোনাকো ক্লাবে। পরবর্তী সময়ে জুভেন্তাস, মার্সেইয়ের হেড কোচের দায়িত্ব সামলান। ২০১২ সালের ৮ জুলাই ফ্রান্সের জাতীয় দলের কোচ নির্বাচিত হন দেশঁ। তাঁর নেতৃত্বেই ২০১৪-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং ২০১৬ সালে ইউরোর ফাইনাল খেলে ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বকাপে নতুন নতুন প্লেয়ারদের দিয়ে বিশ্বকাপযুদ্ধে নামেন। তাতেই বাজিমাত। ফাইনালে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

advertisement

ব্রাজিলের মারিও জাগালো এবং জার্মানির বেকেনবাউয়ারের পর দেশঁ তৃতীয় ফুটবলার যিনি খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতার রেকর্ড করেন। এবার জিতলে অনন্য রেকর্ড করবেন তিনি। অধিনায়ক এবং কোচ হিসেবে তিনটি বিশ্বকাপ এখনও পর্যন্ত কোনো ফুটবলারের ক্যাবিনেটে নেই। অন্যদিকে তরুণ কোচ স্কালোনির ক্যাবিনেটে বিশ্বকাপ ট্রফি না থাকলেও তিনি এখন আর্জেন্টিনার নয়নের মণি।

advertisement

খেলোয়াড় জীবনের বড় সাফল্য না থাকলেও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন তিনি। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে মেসির সতীর্থ ছিলেন। খেলা ছাড়ার পর কোচিং জীবনে আসেন স্কালোনি। ২০১৬ সালে সেভিয়া এফসি-তে কোচ সাম্পাওলির দলের সহকারী হিসেবে যোগ দেন। এক বছর পরেই সাম্পাওলি আর্জেন্টিনার কোচ হলে স্কালোনি আবার তাঁর সহকারী হিসাবে নিযুক্ত হন। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর সাম্পাওলি সরে গেলে সেই বছর স্কালোনি এবং পাবলো আইমারকে বছরের শেষ পর্যন্ত সাময়িক কোচের জায়গা দেওয়া হয়। তবে আর্থিক সমস্যার কারণে সেই সময় নামিদামি কোচ আনতে পারেনি আর্জেন্টিনার ফুটবল সংস্থা। ফলে স্কালোনিকেই পাকাপাকি দায়িত্ব দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এই যুব কোচের কোচিংয়ে ২৮ বছরের খরা কাটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দেন মেসিরা। চলতি বছর শুরুতে ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা শিরোপা অর্জন করে স্কালোনির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের শুরুতে প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে সমালোচনার মুখে পড়েছিলেন আর্জেন্টাইন কোচ। তবে দ্বিতীয় ম্যাচ থেকে আর্জেন্টিনা যেভাবে সাফল্য পেয়েছে তাতে স্কালোনির প্রশংসা করতে শুরু করেন আর্জেন্টাইন ফ্যানরা। ফাইনালে ওঠার পর মেসিদের তরুণ কোচ এখন সকলের ফেভারিট। তবে এই দুই কোচের লড়াইয়ে কে সেরা, সেটা প্রমাণ করার জন্য ফাইনালই সবার অপেক্ষা। কারণ এই একটা ম্যাচ। ৯০ মিনিট। ‘জো জিতা ওহি সিকন্দার’।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Argentina vs France: মাঠের বাইরে স্কালোনি বনাম দেশঁ, দুই হেডস্যারের মগজাস্ত্রের লড়াই, জো জিতা ওহি সিকন্দার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল