আর্জেন্টিনার জাতীয় দলের টুইটারে লেখা হয়েছে , ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান। তোমাদের দারুন সমর্থন পেয়েছি ! আর্জেন্টিনার বিশ্বজয়ের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টিনার প্রেসিডেন্টকে একটি চিঠি লিখেছেন।
সেই চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সকল নাগরিক ও আমার তরফ থেকে ফিফা বিশ্বকাপ ২০২২ জয় করার জন্য আপনাকে ও আর্জেন্টিনার বন্ধুস্থানীয় বাসিন্দাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি দেখতে পেয়েছি আর্জেন্টিনার ফুটবলের প্রতি স্নেহ ও ভালোবাসা, আমাদের দুই দেশের বাসিন্দাদের এক সূত্রে বেঁধে রেখেছে।
advertisement
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানিয়ে মেসিকে রাজনীতিতে যোগদানের পরামর্শও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট তার টুইটে লিখেছেন, আলবার্তো তোমায় ও আর্জেন্টিনার প্রত্যেক নাগরিককে শুভেচ্ছা কঠিন লড়াইয়ের পর ও যোগ্য দল হিসেবে জয়ী হওয়ার জন্য। আমার মনে হয় , মেসির রাজনীতিতে ভবিষ্যৎ আছে।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ টুইট করছেন, ফুটবলার ও কোচিং দলকে ধন্যবাদ। আমাদের যে কোনো সময়ই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, তারা তার জ্বলন্ত উদাহরণ। এরা প্রমান করেছে আমাদের অধিবাসীরা মহান ও আমাদের ভবিষ্যত খুব উজ্জ্বল। ব্রাজিলের পক্ষ থেকেও আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানানো হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা আর্জেন্টিনার পতাকার একটি ইমোজি দিয়ে টুইট করে লিখেছেন, প্রতিবেশী আর্জেন্টিনার জয়ে খুশি। ম্যাচে দুর্দান্ত খেলেছেন মেসি, এটা তার পাওয়ারই ছিল, ডি মারিয়ারও। খেলোয়াড়দের, আর্জেন্টিনার কোচিং স্টাফ ও আমার বন্ধু আলবার্তো ফার্নান্ডেজকেও শুভেচ্ছা। অতীতে লিওনেল মেসির আর্জেন্টিনা কলকাতায় এবং ঢাকায় খেলে গিয়েছিল। ভবিষ্যতেও এরকম হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
