TRENDING:

আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রাসাদে কেন বিশ্বকাপ নিয়ে গেলেন না মেসিরা? উঠছে প্রশ্ন

Last Updated:

Argentina President Alberto Fernandez not offended by World Cup winning team not visiting Casa Rosada. আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রাসাদে কেন বিশ্বকাপ নিয়ে গেলেন না মেসিরা? উঠছে প্রশ্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোজারিও: কাতার বিশ্বকাপ জিতে দেশে ফিরে লিওনেল মেসি–দি মারিয়ারা আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সঙ্গে দেখাই করেননি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে নিমন্ত্রণ করা হলেও মেসিরা সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যানই করেছেন। ৩৬ বছর পর আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতেও প্রেসিডেন্ট ভবনে কেন গেল না, সেটি নিয়ে এখন চলছে নানা গুঞ্জন।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে বড় বয়ান প্রেসিডেন্টের
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে বড় বয়ান প্রেসিডেন্টের
advertisement

১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দল প্রেসিডেন্ট ভবনে গিয়েছিল। সেখানে তাদের দেওয়া হয় সংবর্ধনা। দেশটির শীর্ষ ইংরেজি দৈনিক ‘বুয়েনস এইরেস টাইমস’ জানিয়েছে, রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার শঙ্কা থেকেই নাকি আর্জেন্টাইন ফুটবলাররা প্রেসিডেন্ট প্রাসাদে না গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বকাপ শিরোপা উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

advertisement

এনিয়ে জল্পনাকল্পনার কিছু নেই বলেই জানিয়েছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। আলবার্ত ফার্নান্ডেজ জানিয়েছেন, আমি একজন ফুটবল–ভক্ত মানুষ। তারা কেন কাসা রোসাদায় আসেনি, সেটি নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আর্জেন্টাইন ফুটবল দল অন্যভাবে উদ্‌যাপন করতে চেয়েছে। আমি জানি, আমার সঙ্গে দেখা করা, না করাটা পুরোপুরিই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
থিম শুনে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে, মণ্ডপে গিয়ে বোঝা গেল আসল অর্থ
আরও দেখুন

প্রেসিডেন্ট ভবন সব আয়োজনই করে রেখেছিল। ভবনের বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে জনতার সামনে বিশ্বকাপ উঁচিয়ে ধরার আয়োজন ছিল। তবে লিওনেল মেসি, ডি মারিয়া, মার্টিনেজরা নিজেরা যেটা বুঝেছেন সেটাই করেছেন। এই সিদ্ধান্তকে খারাপ চোখে দেখছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রাসাদে কেন বিশ্বকাপ নিয়ে গেলেন না মেসিরা? উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল