এ সময় তার পাশেই ছিলেন লিওনেল মেসি, যিনি কিনা ক্লাব পিএসজিতে এমবাপেরই সতীর্থ। মার্টিনেজের এই ঘটনা নিয়ে আবার মেসির সঙ্গে এমবাপের সম্পর্কের অবনতি হয় কিনা, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন নেটিজেনরা। বিশ্বকাপ ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেছিলেন, এমবাপে ফুটবল বোঝেন না।
আরও পড়ুন - ভারতীয় বোর্ডের নতুন নির্দেশ, ফিট থাকতে রঞ্জি খেলতে হবে তারকা ক্রিকেটারদেরও
advertisement
বিশ্বকাপ ট্রফি নিয়ে ড্রেসিংরুমে ফিরে আরেকবার আক্রমণ করেন এমবাপেকে। দলীয় উদযাপনের মধ্যে হঠাৎ ফরাসি স্ট্রাইকারের নাম টেনে তিনি উপহাস করেন বলেন, সবাই এমবাপের জন্য এক মিনিট নীরবতা পালন কর। বুয়েন্স আয়ার্সে ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা জানানো হয়। বীরদের বরণ করে নিতে রাস্তায় জড়ো হয়েছিলেন লাখো সমর্থক।
এমন খোলা মঞ্চে ফ্রান্সের তারকা ফুটবলারকে অপমান করা ঠিক কাজ হয়নি এমনটাই মনে করে ফুটবলপ্রেমীরা। পেশাদার ফুটবলার হিসেবে মাঠেই বিতর্ক শেষ করে আসা উচিত ছিল এমির। সাধারণ মানুষের সামনে ফ্রান্সের তারকাকে অপমান করে সঠিক কাজ করেননি তিনি। ফুটবল সমর্থকরা আর্জেন্টিনার গোলরক্ষকের প্রশংসার বদলে সমালোচনা করছেন বেশি।
মার্টিনেজ দুর্দান্ত গোলরক্ষক হিসেবে উঠে এসেছেন ঠিক কথা, কিন্তু বিপক্ষের ফুটবলারকে অপমান করে স্পোর্টসম্যান স্পিরিটের অমর্যাদা করেছেন তিনি। কেউ কেউ প্রশ্ন করেছেন পাশে দাঁড়িয়ে থাকা লিওনেল মেসি কেন এর প্রতিবাদ করলেন না?