সেখানকার জনপ্রতিনিধি জানিয়েছেন পুহাতো শহরে রাস্তার নামকরণ হবে স্কালোনির নামে। তার শহরে আপ্যায়ন দেখে আবেগপ্রবণ হয়ে গেলেন আর্জেন্টাইন কোচ। তিনি বললেন, আমার শহরের রাস্তা দিয়ে চলতে গেলে অনেক মানুষ যাদের আমি ছোটো থেকে কখনো দেখিনি, জাতীয় দলের জন্য অশ্রু ঝরাচ্ছে। এর থেকে ভালো কিছু হয় না, এটাই সবথেকে সুখদায়ক এবং আমাকে গর্বিত করে।
advertisement
আরও পড়ুন - মেসির জার্সি দিয়ে এবার পাপোশ তৈরি প্যারিসে! পানশালায় চূড়ান্ত অপমান আর্জেন্টাইন নায়ককে
লিওনেল স্কালোনির বাবা ছিলেন তার প্রথম ফুটবল কোচ, বর্তমানে তিনি অসুস্থ। কিন্তু ছেলের ওপর কখনো বিশ্বাস হারাননি। স্কালোনি বললেন বিশ্বকাপ শুরুর দেড় মাস আগে থেকে তার বাবাকে দেখতে গেলেই তিনি যতটা হাত তুলতে পারতেন, সেটুকুই তুলে বিশ্বকাপ হাতে নেওয়ার ভঙ্গিমা দেখাতেন। ২০১৮ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের পর আবার কোচের বদল হয় জাতীয় দলে, হোরহে সম্পাওলিকে সরিয়ে আনা হয় ৪৮ বছর বয়সী স্কালোনিকে।
শেষ এক দশকে এতজন কোচের বদলের পর টাল মাটাল অবস্থা ছিল দলের। সেখানে এই অনভিজ্ঞ কোচের আবির্ভাবে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তাকে সমালোচনায় বিদ্ধ করতে ছাড়েননি কিংবদন্তি দিয়েগো মারাদোনাও। মারাদোনা বলেছিলেন "শিশু" স্কালোনি আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু মোটরসাইকেল বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে নয়।
সমস্ত সমালোচকদের চুপ করিয়ে বিশ্বকাপে হাতে নিয়ে দেশে ফিরেছেন স্কালোনি। মেসিকে দেশের জার্সিতে আরো ধ্বংসাত্মক রূপ দিয়েছেন তিনি। দীর্ঘ ট্রফি ক্ষরার পর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসমো এবং বিশ্বকাপ জিতেছেন তিনি মাত্র ১৮ মাসের ব্যবধানে। আর্জেন্টিনার লিও মেসির ওপর নির্ভরশীলতার অবসান ঘটিয়েছেন।