জাতীয় দলের কোচ হিসেবে ওকে চাই না। ২০১৮ সালের বিশ্বকাপে ভরাডুবির পরে এই স্কালোনি এবং পাবলো আইমার মিলে ফোন করেছিলেন মেসিকে। ফোনে স্কালোনি ‘এলএম১০’-কে বলেছিলেন হ্যালো, লিও আমার সঙ্গে রয়েছে আইমার। পাবলো আইমাকে আইডল মানতেন মেসি। আর স্কালোনির সহকারী ছিলেন আইমার।
তার পরের ঘটনা ইতিহাস। স্কালোনির নেতৃত্বে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তার পরে বিশ্বকাপেও নীল-সাদার জয়জয়কার। এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, আমার মতে, ফুটবল ইতিহাসে সেরা মেসিই। মারাদোনা গ্রেট, তবে লিও আমার কাছে স্পেশ্যাল। উল্লেখ্য, স্কালোনির অধীনে ৪৪টি ম্যাচ খেলেছেন মেসি। তার মধ্যে গোল করেছেন ৩২ বার।
কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে স্কলোনি জানিয়েছিলেন তিনি ব্যক্তিগতভাবে চান পরের বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ মেসি খেলুন। ফিটনেসর সমস্যা হবে না তিনি জানেন। কিন্তু মানসিকতাটা ওই জায়গায় রাখতে চান। তবে পরের বিশ্বকাপ মেসি খেলবেন কিনা সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।