অনুষ্কা শর্মা কোনও একটি পার্কের বেঞ্চে বসে রয়েছেন সঙ্গে ভামিকাও৷ অনুষ্কা -র কোলে রয়েছে খুদে ভামিকা৷ তবে এই ছবিতেও ভামিকার মুখ দেখা যাচ্ছে না৷ অনুষ্কা ও ভামিকা-র এই ফটো দারুণ কিউট৷ অনুষ্কা এই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন , ‘‘দু বছর আগে আমার হৃদয় আরও প্রসারিত হয়ে গেছে৷ ’’ অনুষ্কার শর্মার এই পোস্টে বিরাট কোহলি অসংখ্য হৃদয়ের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন৷
advertisement
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন৷ আর ২০২১ সালে তাঁদের সন্তানকে স্বাগত জানান৷
আরও পড়ুন - উত্তুরে হওয়ার দাপটে শীতের লম্বা ইনিংস, জমিয়ে মজা নিচ্ছেন দিঘার ট্যুরিস্টরা
একদিন আগে বিরাট কোহলি একটি হৃদয়স্পর্শী ফটো পোস্ট করেছেন৷ এই ছবিতে অনুষ্কা ও ভামিকার সঙ্গে সমুদ্রের পারে ঘুরতে তাঁকে দেখা যায়৷ তার পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছে- ‘‘Rabba bakshiyan tu enniyan meherbaniyan, hor terto kuch ni mangda, bas tera shukar ada kardan’’
বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলা হচ্ছে৷ শ্রীলঙ্কা-র বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত জিতে সিরিজে এগিয়ে এসেছে৷