TRENDING:

Anushka Sharma : সম্পর্কে জা, এক বাড়িতে থাকেন না! বিরাটের বউদির সঙ্গে অনুষ্কার সম্পর্ক কেমন? দিওয়ালিতে সবটা জানাজানি

Last Updated:

Virat Kohli-Anushka Sharma : অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট কোহলির ভগ্নীপতি চেতনা কোহলির একটি পোস্ট শেয়ার করেন এবং তাঁর যোগব্যায়ামের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অভিনেত্রী অনুষ্কা শর্মা সাধারণত তাঁর ব্যক্তিগত মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে খুব একটা শেয়ার করেন না। তাঁর ইনস্টাগ্রাম ফিড মূলত পেশাগত কাজ ও মাঝে মাঝে স্বামী, ক্রিকেটার বিরাট কোহলির সাফল্যের প্রশংসা করার পোস্টে সীমাবদ্ধ থাকে। তবে এই দীপাবলিতে অনুষ্কা এই রীতি ভেঙে পরিবারের এক সদস্যের প্রতি একটি আন্তরিক ইঙ্গিত দিয়েছেন।
News18
News18
advertisement

অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট কোহলির বউদি চেতনা কোহলির একটি পোস্ট শেয়ার করেন এবং তাঁর যোগব্যায়ামের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন। চেতনার পোস্টটি শেয়ার করে অনুষ্কা লেখেন, “প্রতিটি আসনে, ও যেন যোগব্যায়ামেরই প্রতিচ্ছবি—শক্তি ও সৌন্দর্য, গতি ও স্থিরতা, সব এক সুরে মিশে আছে। তোমার জন্য গর্বিত, চেটস।”

এই পোস্ট খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়, বিশেষ করে অনুষ্কা শর্মার অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে, যাঁরা সচরাচর তাঁকে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে দেখেন না। পরবর্তীতে, চেতনা কোহলি আবার অনুষ্কার সেই স্টোরি নিজের প্রোফাইলে রিশেয়ার করেন। এর পর একটি সহজ, কিন্তু আন্তরিক বার্তা লেখেন, “অনেক ধন্যবাদ!”

advertisement

এই ছোট্ট বিনিময় সামাজিক মাধ্যমে এক উষ্ণ পারিবারিক মুহূর্ত হিসেবে ছড়িয়ে পড়ে, যা অনুরাগীদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি করে। চেতনা প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর যোগব্যায়ামের অনুশীলনের ছোট ছোট ঝলক শেয়ার করেন। সম্প্রতি বিভিন্ন আসনে নিজেকে মগ্ন অবস্থায় কিছু ছবি পোস্ট করেন।

ছবিগুলোর সঙ্গে তিনি একটি গভীর ভাবনার প্রতিফলন ঘটানো ক্যাপশন লেখেন, “আমার আসনগুলো একেবারেই নিখুঁত নয়। আর সেখানেই আমার অনুশীলনের আসল রূপ।” চেতনার এই পোস্টটি অনেকের মন ছুঁয়ে যায়, যার মধ্যে ছিলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বোন, ভবনা কোহলি ধিংড়াও।

advertisement

আরও পড়ুন- ১৪ বছরের তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী বিহার ভোটে বড়সড় দায়িত্বে

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে উধাও সাত কুইন্টাল দই! কেজি মাত্র ১১০ টাকা,ভাইফোঁটায় উপচে পড়া ভিড় এই দোকানে
আরও দেখুন

অনুষ্কা কমেন্টে লেখেন, “তুমি সবসময়ই অনন্য সৌন্দর্য আর শক্তির প্রতিচ্ছবি, চেটস! তোমার জন্য ভীষণ গর্বিত।” আর ভাবনা লেখেন,
“রূপ ও শান্তির মূর্ত রূপ। ভেতরে শান্তি, বাইরেও শান্তি।”

বাংলা খবর/ খবর/খেলা/
Anushka Sharma : সম্পর্কে জা, এক বাড়িতে থাকেন না! বিরাটের বউদির সঙ্গে অনুষ্কার সম্পর্ক কেমন? দিওয়ালিতে সবটা জানাজানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল