TRENDING:

টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে ইস্তফা অনিল কুম্বলের !

Last Updated:

ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা কুম্বলের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতীয় দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে না যাওয়ার পরেই একটা আশঙ্কা করা গিয়েছিল ৷ এবার সেই আশঙ্কাই সত্যি হল ৷ টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অনিল কুম্বলে ৷ বোর্ডের সিইও রাহুল জোহরির কাছে পদত্যাগপত্র কুম্বলে পাঠিয়ে দিয়েছেন বলেই খবর ৷
advertisement

আজই লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেছেন কোহলিরা ৷ বুধবার বার্বাডোজে পৌঁছবে ভারতীয় দল ৷ টিকিট থাকা সত্ত্বেও দলের সঙ্গে যাননি কুম্বলে ৷

কুম্বলে-কোহলির বিরোধ কোথায় ?

১. কুম্বলে দলে কর্তৃত্ব ফলান বলে অভিযোগ

২. কুম্বলের অনুশাসন না পসন্দ অধিনায়কের

৩. টিম স্ট্র্যাটেজি নিয়ে দুই মেরুতে ক্যাপ্টেন-কোচ

advertisement

৪. কুম্বলেকে নিয়ে অনাস্থা একঝাঁক সিনিয়রের

৫. এই বিতর্কে কোহলির পাশেই ধোনি

আইসিসি-র বৈঠকের জন্য আপাতত লন্ডনেই রয়েছেন কুম্বলে ৷ ২৩ তারিখ থেকেই তিন দিন ব্যাপী এই বৈঠক হওয়ার কথা ৷ আগামীকাল, বুধবার থাকবেন ক্রিকেট কমিটির বৈঠকে ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শেষ হয়েছে কুম্বলের চুক্তি ৷  এবার ভারতীয় দলের কোচ কে হবেন, তা নিয়েই চলছে জল্পনা ৷

advertisement

২৩ জুন থেকে ক্যারিবিয়ান মাটিতে শুরু টিম ইন্ডিয়ার সংক্ষিপ্ত সিরিজ। পাঁচটা ওয়ান-ডে এবং একটা টি-টোয়েন্টি। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ২২ জুন দুবাইয়ে আইসিসির ক্রিকেট কমিটির বৈঠক রয়েছে। জাম্বো সেই কমিটির চেয়ারম্যান। সেজন্যই তাঁর থেকে যাওয়া। তবে কুম্বলে কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেই নিয়েও বিসিসিআইয়ের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এতেই খটকা লেগেছিল প্রত্যেকেরই ৷ অবশেষে নিজেই পদত্যাগপত্র পাঠালেন কুম্বলে ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগের শনিবার লন্ডনে সচিন-সৌরভের ক্রিকেট উপদেষ্টা কমিটি বৈঠকে বসেছিল। সেখানে কুম্বলকে নিয়ে নিজের আপত্তি স্পষ্ট করেন ক্যাপ্টেন কোহলি। এবার তাঁর ‘কাঁটা’ সাফ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে ইস্তফা অনিল কুম্বলের !