আর ৩৬ বছর পর শিরোপা জেতা একটি দেশের উদযাপন যে বাঁধভাঙা হবে সেটা সবাই জানে। শুধু সেই দেশই নয় এই উদযাপন খেলোয়াড়দেরও। ট্রফি নিয়ে দেশে ফিরে সেই ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন মেসি। শেয়ার করেছিলেন সেই ছবিও। মোটকথা প্রতিটা খেলোয়াড় থেকে সমর্থক সবাই নিজের মতো করে উদযাপন করছেন নিজদের এই সাফল্য।
আরও পড়ুন - লাস্ট বয় নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হার মোহনবাগানের, বড়দিনের আগে হতাশা সবুজ মেরুনে
advertisement
এবার সেই স্রোতে গা ভাসালেন ফাইনালে গোল করা আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। নিজের পায়ে বিশ্বকাপ ট্রফি এবং তিনটা স্টারসহ অসাধারণ ট্যাটু করে ফেলেছেন ডি মারিয়া। নিজের ভেরিভায়েড ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই। পোস্টে তিনি ট্যাটু করা পায়ের ছবি দিয়ে লেখেন, অনন্তকালের জন্য এই ট্যাটু করলাম।
ট্যাটু আঁকিয়ের বিষয়ে তিনি বলেন, তুমি কোপা আমেরিকা কাপ জেতার পর বলেছিলে আরেক পা ফাঁকা থাক। এবার সেটা পুরণ হল। এর আগে, কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর ডি মারিয়া তার বাম পায়ে কোপা আমেরিকার ট্রফির ট্যাটু করান। ডি মারিয়ার দুটো পায়ে এখন দুটো ট্যাটু। মৃত্যুর সময়ও এই চিহ্ন মুছবে না।
মারিয়া জানেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ের মূল্য। তিনি বোঝেন এই বিশ্বকাপ জয়ের মর্ম। সেজন্য ফাইনালে সম্পূর্ণ ফিট না থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে শুরু করেছিলেন। ৬৩ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন।। কি করেছেন সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। এখন যেন জীবন সার্থক এই আর্জেন্টাইন উইঙ্গারের। এই ট্যাটু করানো যে তাকেই মানায়।