TRENDING:

পায়ে বিশ্বকাপের ট্যাটু আর্জেন্টিনার ডি মারিয়ার! বলছেন মৃত্যু পর্যন্ত থেকে যাবে এই চিহ্ন

Last Updated:

Angel Di Maria commemorates Argentina World Cup win against France with huge tattoo on his right leg. পায়ে বিশ্বকাপের ট্যাটু আর্জেন্টিনার ডি মারিয়ার! বলছেন মৃত্যু পর্যন্ত থেকে যাবে এই চিহ্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোজারিও: লিওনেল মেসি যদি আর্জেন্টিনার হৃদয় হয়ে থাকেন, তাহলে তিনিও দলটার মস্তিষ্ক। মেসির দলের সেরা তারকা হলে, দ্বিতীয় স্থানেই থাকবেন তিনি। এঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এক অক্লান্ত সৈনিক হিসেবেই থেকে যাবেন। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ খরা কাটিয়ে নিজেদের জার্সিতে নতুন তারা যোগ করেছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতে নতুন স্টাইল ডি মারিয়ার
বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতে নতুন স্টাইল ডি মারিয়ার
advertisement

আর ৩৬ বছর পর শিরোপা জেতা একটি দেশের উদযাপন যে বাঁধভাঙা হবে সেটা সবাই জানে। শুধু সেই দেশই নয় এই উদযাপন খেলোয়াড়দেরও। ট্রফি নিয়ে দেশে ফিরে সেই ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন মেসি। শেয়ার করেছিলেন সেই ছবিও। মোটকথা প্রতিটা খেলোয়াড় থেকে সমর্থক সবাই নিজের মতো করে উদযাপন করছেন নিজদের এই সাফল্য।

আরও পড়ুন - লাস্ট বয় নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হার মোহনবাগানের, বড়দিনের আগে হতাশা সবুজ মেরুনে

advertisement

এবার সেই স্রোতে গা ভাসালেন ফাইনালে গোল করা আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। নিজের পায়ে বিশ্বকাপ ট্রফি এবং তিনটা স্টারসহ অসাধারণ ট্যাটু করে ফেলেছেন ডি মারিয়া। নিজের ভেরিভায়েড ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই। পোস্টে তিনি ট্যাটু করা পায়ের ছবি দিয়ে লেখেন, অনন্তকালের জন্য এই ট্যাটু করলাম।

advertisement

ট্যাটু আঁকিয়ের বিষয়ে তিনি বলেন, তুমি কোপা আমেরিকা কাপ জেতার পর বলেছিলে আরেক পা ফাঁকা থাক। এবার সেটা পুরণ হল। এর আগে, কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর ডি মারিয়া তার বাম পায়ে কোপা আমেরিকার ট্রফির ট্যাটু করান। ডি মারিয়ার দুটো পায়ে এখন দুটো ট্যাটু। মৃত্যুর সময়ও এই চিহ্ন মুছবে না।

advertisement

মারিয়া জানেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ের মূল্য। তিনি বোঝেন এই বিশ্বকাপ জয়ের মর্ম। সেজন্য ফাইনালে সম্পূর্ণ ফিট না থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে শুরু করেছিলেন। ৬৩ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন।। কি করেছেন সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। এখন যেন জীবন সার্থক এই আর্জেন্টাইন উইঙ্গারের। এই ট্যাটু করানো যে তাকেই মানায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পায়ে বিশ্বকাপের ট্যাটু আর্জেন্টিনার ডি মারিয়ার! বলছেন মৃত্যু পর্যন্ত থেকে যাবে এই চিহ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল