TRENDING:

রোহিত-ঋষভদের প্রায় ৭ হাজার টাকার রেস্তোরাঁর বিল মেটালেন ক্রিকেট পাগল ভক্ত!

Last Updated:

চার ক্রিকেটারের বিল নিজের পকেট থেকেই মেটালেন ওই ভক্ত । ভারতীয় মুদ্রায় যা হয়েছিল ৬,৬৮৩ টাকা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: ভারতীয় ক্রিকেট আর ভারতীয় সিনেমা যেন অন্যই আবেগ এনে দেয় দেশবাসীর কাছে । ক্রিকেট আর সিনেমা ভালবাসেন না এমন মানুষ এ দেশে প্রায় বিরল বলা যায় । প্রিয় ক্রিকেট তারকাদের সামনে থেকে একটিবার দেখার, তাঁদের সঙ্গে হাত মেলানো বা একটা সেলফি তোলার জন্য মানুষ কত সাধ্য সাধনাই না করে । আর সেই আকাশের চাঁদ যখন না চাইতেই হাতের মুঠোয় এসে ধরা দেয়, তখন তা যেন স্বপ্নের রাজত্বেই নিয়ে যায় আমাদের । অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্নে এমনই ঘটনা ঘটল এক ক্রিকেটপ্রেমী ভারতীয়র সঙ্গে ।
advertisement

নতুন বছরের আনন্দ সেলিব্রেট করতে শহরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি ও তাঁর স্ত্রী । আর সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ । ২০২১ সাল তাঁর কাছে অন্য মাত্রায় ধরা দিল । দেখলেন অন্য একটি টেবলে চোখের সামনেই বসে রয়েছেন তাঁর প্রিয় ক্রিকেটাররা । রোহিত শর্মা, নভদীপ সাইনি, ঋষভ পন্থ আর শুভমন গিল । আনন্দের আতিশয্যে তাঁদের সঙ্গে যেচে আলাপ পরিচয় সারলেন ভক্ত । শুধু তাই নয়, আশ মিটিয়ে ছবি, ভিডিও, সেলফি সবই তোলা হল । ক্রিকেট পাগল ভক্তকে জড়িয়ে ধরলেন পন্থ । শুধু তাই নয়, রোহিত শর্মাকে তিনি অনুরোধ করলেন তাঁদের বিল মেটানোর অনুমতি দেওয়ার জন্য । শেষ পর্যন্ত চার ক্রিকেটারের বিল নিজের পকেট থেকেই মেটালেন ওই ভক্ত । ভারতীয় মুদ্রায় যা হয়েছিল ৬,৬৮৩ টাকা ।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

গোটা ঘটনাটির একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি । মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি ।

বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত-ঋষভদের প্রায় ৭ হাজার টাকার রেস্তোরাঁর বিল মেটালেন ক্রিকেট পাগল ভক্ত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল