ভারতের প্রধান কোচ অমোল মুজুমদার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলাপচারিতায় একটি অনুপ্রেরণামূলক ঘটনার কথা শেয়ার করেন। তিনি জানান, এ বছরের জুনে ইংল্যান্ড সফরের সময় ভারতীয় পুরুষ ও মহিলা দল কিং চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছিল। কিন্তু প্রটোকল অনুযায়ী মাত্র ২০ জন উপস্থিত থাকতে পারায় সাপোর্ট স্টাফদের দেখা করার সুযোগ হয়নি। তখন তারা মুজুমদারকে বলেছিলেন, “আমরা কিং চার্লসের সঙ্গে নয়, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি তুলতে চাই—বিশ্বকাপ জয়ের পর।” মুজুমদার বলেন, “আজ তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে।”
advertisement
প্রধানমন্ত্রী মোদি দলটির মানসিক দৃঢ়তার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বিশ্বকাপ চলাকালীন একসময় পরপর পরাজয়ের কারণে খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তারা দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যে উদাহরণ সৃষ্টি করেছে, তা গোটা দেশকে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুনঃ কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত ‘বাংলা বাঁচাও যাত্রা’ ঘোষণা বামেদের! বিধানসভা ভোটের আগে ওয়ার্ম আপ?
অধিনায়ক হরমনপ্রীত কউর বলেন, “আগেরবার আমরা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে এসেছিলাম কোনো ট্রফি ছাড়াই, এবার আমরা ট্রফি নিয়ে এসেছি। আশা করি ভবিষ্যতেও আরও সাফল্য অর্জন করে এমন সাক্ষাৎ আরও ঘন ঘন হবে।” সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা জানান, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক কথা দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
