রবিবার হারমানপ্রীত কউর-এর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। “উইমেন ইন ব্লু” কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ৮৮ রানের জয় ছিনিয়ে নিয়েছে ICC মহিলা বিশ্বকাপের লিগ ম্যাচে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জয়কে আখ্যা দেন “একটি নিখুঁত আঘাত” হিসেবে। তিনি বলেন, “পারফেক্ট স্ট্রাইক। আজকের ICC মহিলা বিশ্বকাপ ম্যাচে আমাদের মহিলা ক্রিকেট দলের দাপুটে পারফরম্যান্স ভারতের ক্রিকেট শক্তির চমৎকার প্রদর্শন। পুরো দেশ আমাদের দলের ওপর গর্বিত। পরবর্তী ম্যাচগুলোর জন্য রইল শুভেচ্ছা।”
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়ের জন্য শুভেচ্ছা জানান, এবং প্রতিবেশী দেশকে উদ্দেশ করে কটাক্ষও করেন। তিনি বলেন, “অপারেশন সিঁদুর এখন ভারতের নারীশক্তির প্রতীক হয়ে উঠেছে। সেই শক্তি ক্রিকেট মাঠে ধারণ করে পাকিস্তানকে পরাজিত করার জন্য আমাদের মহিলা দলকে অভিনন্দন!”
উল্লেখ্য, ভারত ২০২৫ মহিলা বিশ্বকাপে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে সহজেই ৮৮ রানে পরাজিত করেছে। পাকিস্তানের সামনে ২৪৮ রানের লক্ষ্য রেখেছিল ভারত। ভারতীয় বোলাররা মাত্র ১৫৯ রানে পাকিস্তানকে অলআউট করে দেয়। এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হারলিন দেওল, তিনি ৪৬ রান করেন। ঋচা ঘোষ মাত্র ২০ বলে ঝোড়ো ব্যাটিং করে ৩৫ রান করেন।
আরও পড়ুন- রোহিতকে কেন সরানো হল অধিনায়কত্ব থেকে? ক্ষোভ উগড়ে দিলেন ২ ভারতীয় ক্রিকেটার!
বোলিং বিভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ক্রান্তি গৌড়, তিনি ৩টি উইকেট নেন। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে মহিলা একদিনের আন্তর্জাতিক (WODI) ম্যাচে ভারতের ১২-০ ব্যবধানে একতরফা নেতৃত্ব বজায় থাকল।