TRENDING:

AUS vs SA WTC Final 2025: ঐতিহাসিক সেঞ্চুরিতে একগুচ্ছ বিশ্বরেকর্ড মার্করামের! টেস্ট বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা

Last Updated:

Aiden Markram Create Unique World Records In AUS vs SA WTC Final 2025: ২৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে এডেন মার্করাম ও টেম্বা বাভুমার ১৪৩ রানের অপরাজিত পার্টনারশিপ দক্ষিণ আফ্রিকাকে প্রথম আইসিসি ট্রফি জয়ের একেবারে দোরগোড়ায় নিয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একদিনে বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রং। দ্বিতীয় দিনের শেষে ও তৃতীয় দিনের শুরুতেও মনে হচ্ছিল ম্যাচে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় দিনে ২৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে এডেন মার্করাম ও টেম্বা বাভুমার ১৪৩ রানের অপরাজিত পার্টনারশিপ দক্ষিণ আফ্রিকাকে প্রথম আইসিসি ট্রফি জয়ের একেবারে দোরগোড়ায় নিয়ে গিয়েছে। তৃতীয় দিনের শেষের ১০২ রানে অপরাজিত এডেন মার্করাম ও ৬৫ রানে অপাজিত টেম্বা বাভুমা। চতুর্থ দিনে জয়ের জন্য প্রোটিয়াদের চাই ৬৯ রান, হাতে আট উইকেট।
News18
News18
advertisement

ফাইনালের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত খেলছেন এডেন মার্করাম। ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান শুক্রবার লর্ডসে প্রোটিয়াদের হয়ে ইনিংস শুরু করেন এবং খেলার তৃতীয় দিনের চূড়ান্ত সেশনে, ৫৫তম ওভারের পঞ্চম বলে চার মেরে নিজের সেঞ্চুরি সম্পূর্ণ করেন। সেঞ্চুরি করে মার্করাম ইতিহাসের পাতায় নাম তুলেছেন। গড়েছেন একের পর এক বিশ্বরেকর্ড।

advertisement

আইসিসি ফাইনালে সেঞ্চুরি করা প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হয়েছেন এডেন মার্করাম। মার্করামের আগে আইসিসি ফাইনালে মোট ১৪ জন ব্যাটসম্যান ১৫টি সেঞ্চুরি করেছিলেন, কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম। মার্করামের আগে আইসিসি ফাইনালে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর ছিল হ্যান্সি ক্রোনিয়ের। ১৯৯৮ সালের ১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ রান করেছিলেন ক্রোনিয়ে।

advertisement

আরও পড়ুনঃ Lottery: লটারি জেতার আসল ‘অঙ্কটাই’ কেউ জানে না! এবার জেনে নিন, হয়ে যান কোটিপতি!

এছাড়া স্টিভ স্মিথ ও ট্রেভিস হেডের পর এডেন মার্করাম তৃতীয় ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করলেন। একইসঙ্গে, লর্ডসে আইসিসি ফাইনালে শতরান করা মাত্র তৃতীয় ব্যাটার হলেন। জায়গা করে নিলেন ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডসের পরে। এর পাশাপাশি লর্ডসে টেস্ট চতুর্থ ইনিংসে শতরান করা ষষ্ঠ বিদেশি ব্যাটসম্যান হলেন এডেন মার্করাম।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
AUS vs SA WTC Final 2025: ঐতিহাসিক সেঞ্চুরিতে একগুচ্ছ বিশ্বরেকর্ড মার্করামের! টেস্ট বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল