ফাইনালের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত খেলছেন এডেন মার্করাম। ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান শুক্রবার লর্ডসে প্রোটিয়াদের হয়ে ইনিংস শুরু করেন এবং খেলার তৃতীয় দিনের চূড়ান্ত সেশনে, ৫৫তম ওভারের পঞ্চম বলে চার মেরে নিজের সেঞ্চুরি সম্পূর্ণ করেন। সেঞ্চুরি করে মার্করাম ইতিহাসের পাতায় নাম তুলেছেন। গড়েছেন একের পর এক বিশ্বরেকর্ড।
advertisement
আইসিসি ফাইনালে সেঞ্চুরি করা প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হয়েছেন এডেন মার্করাম। মার্করামের আগে আইসিসি ফাইনালে মোট ১৪ জন ব্যাটসম্যান ১৫টি সেঞ্চুরি করেছিলেন, কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম। মার্করামের আগে আইসিসি ফাইনালে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর ছিল হ্যান্সি ক্রোনিয়ের। ১৯৯৮ সালের ১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ রান করেছিলেন ক্রোনিয়ে।
আরও পড়ুনঃ Lottery: লটারি জেতার আসল ‘অঙ্কটাই’ কেউ জানে না! এবার জেনে নিন, হয়ে যান কোটিপতি!
এছাড়া স্টিভ স্মিথ ও ট্রেভিস হেডের পর এডেন মার্করাম তৃতীয় ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করলেন। একইসঙ্গে, লর্ডসে আইসিসি ফাইনালে শতরান করা মাত্র তৃতীয় ব্যাটার হলেন। জায়গা করে নিলেন ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডসের পরে। এর পাশাপাশি লর্ডসে টেস্ট চতুর্থ ইনিংসে শতরান করা ষষ্ঠ বিদেশি ব্যাটসম্যান হলেন এডেন মার্করাম।