TRENDING:

কান্তিরাভায় বেঙ্গালুরুকে হারিয়েই এএফসি-র মূলপর্ব শুরু করতে চায় মোহনবাগান

Last Updated:

ম্যাচ জিতেই চ্যালেঞ্জ শুরু করতে চান সঞ্জয় সেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: আজ আবার পরীক্ষা। এএফসি কাপের ম্যাচে কান্তিরাভায় বেঙ্গালুরুর সামনে মোহনবাগান। ম্যাচ জিতেই চ্যালেঞ্জ শুরু করতে চান সঞ্জয় সেন।
advertisement

হোলি উৎসবে রঙহীন সবুজ-মেরুন। কারণ, পরপর ম্যাচ। আই লিগ শেষ তো এএফসি কাপ। তার উপর একমাসের মধ্যে তিন বার প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।

গত শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নদের রুখে মাঠ ছেড়েছে মোহনবাগান। বলা ভাল, কাটসুমির গোল বাতিল না হলে, জিতেই মাঠ ছাড়তেন বাগান ফুটবলাররা। কিন্তু রেফারির সিদ্ধান্ত নিয়ে হতাশ বাগান শিবির। সেই হ্যাংওভার কাটিয়ে মঙ্গলবার ফের প্রতিপক্ষ বেঙ্গালুরু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সনি থেকে ডাফি, ফিট সবাই। কিন্তু পরপর ম্যাচ খেলায় ক্লান্ত তাঁরা। ক্লাবের খবর, চূড়ান্ত এগারো মঙ্গলবার সকালেই ঠিক করা হবে। তবে গত এএফসি ম্যাচের থেকে এবার অনেকটা ভাল জায়গায় সবুজ-মেরুন। কারণ, সুনীল ছেত্রীদের বিরুদ্ধে অনেক অপশন পাবেন সঞ্জয় সেন। তাই কান্তিরাভায় জিতেই এএফসির মূলপর্ব শুরু করতে চায় মোহনবাগান।

বাংলা খবর/ খবর/খেলা/
কান্তিরাভায় বেঙ্গালুরুকে হারিয়েই এএফসি-র মূলপর্ব শুরু করতে চায় মোহনবাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল