দু’বছর আগে কমনওয়েলথ গেমসে ওয়েটলিফটিংয়ে তাবড় তাবড় বিদেশি খেলোয়াড়দের তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। অচিন্ত্য দেশের নাম উজ্জ্বল করেছিলেন। ছোটবেলা থেকে অভাব অনটন পরিবারে। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে তাঁর এই সাফল্য৷ তাঁর এই জীবন কাহিনী, হার মানায় সিনেমার গল্পকে। অচিন্ত্য’র লড়াইকে স্যালুট জানিয়েছে সারা দেশের মানুষ। সেই দিক থেকে, এমন ঘটনায় আশাহত সকলে। তবে ফেডারেশনের এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও বহু প্রশ্ন রয়েছে মানুষের।
advertisement
আরও পড়ুন – Cricketer Love Story: ভারতীয় ক্রিকেটারের বলিউডি প্রেম! নতুন ফটোতে তোলপাড়, চেনেন কি এই জুটিকে
এদিকে পরিবার সূত্রে জানা গেল অন্য তথ্য। জানা যায়, সোশ্যাল মিডিয়া বা বেশ কিছু খবরের চ্যানেলে ভুল তথ্য পরিবেশন হচ্ছে অচিন্ত্য’ কে নিয়ে দাবি পরিবারের। মহিলা হস্টেল চত্বর বা হস্টেলের প্রবেশ সংক্রান্ত যে ভিডিও ভাইরাল হয়েছে এ ঘটনায় নিজের দোষ স্বীকার করেছে অচিন্ত্য শিউলি। এর জন্য ফেডারেশন এর কাছে ক্ষমাপ্রার্থীও।
এতে আশাহত বাংলা সহ দেশের মানুষ। কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে এই ঘটনার আগেই অলিম্পিক খেলা অনিশ্চিত ছিল অচিন্ত্যর। জানা যায় ক্যাটাগরি জনিত কারণে অচিন্ত্য এবার অলিম্পিকে অংশগ্রহণ করতে পারছেন না অচিন্ত্য।পরিবার আশা করছে যত দ্রুত সম্ভব জাতীয় শিবিরে ফিরবে অচিন্ত্য।
Rakesh Maity