এক মাসের কম ব্যবধানে বাবা-মাকে হারিয়েও রবিবাসরীয় যুবভারতীতে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে, সমর্থন জানাতে এসেছেন এক মোহনবাগানি। এয়ারপোর্ট এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তীর জীবনে এক মাসে নেমে এসেছে ঘোর অন্ধকার। মাত্র ৭ দিন আগে হারিয়েছেন বাবাকে, তার আগে এক মাসের মাথায় হারিয়েছেন মা’কে। তবে ব্যক্তিগত এই গভীর শোকও থামাতে পারেনি তাকে প্রিয় দল মোহনবাগানের খেলা দেখতে মাঠে আসা থেকে।
advertisement
কাঁছা গায়ে, চোখে জল নিয়ে আজ তিনি মাঠে হাজির আরও এক ইস্ট-মোহন মগারণের সাক্ষী হতে। কারণ মোহনবাগান তার কাছে শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়—প্রিয় ক্লাব তাঁর কাছে নিজেরই আরেক মা। বললেন, “মোহনবাগান আমার নিজের মা। আমার মাকে জেতানোর জন্যই আমি মাঠে এসেছি।”
আরও পড়ুনঃ Asia Cup 2025: হয়ে গেল এশিয়া কাপের দল ঘোষণা! বাদ ৩ মহাতারকা! কেমন হল স্কোয়াড? দেখে নিন
প্রসেনজিতের জীবনে ফুটবল এবং মোহনবাগান এক অন্যরকম আবেগ। তিনি আরও বলেন, “কোনো ম্যাচ আমি মিস করি না। মা-বাবা যখন বেঁচে ছিলেন, বাড়ি থেকে বলে আসতাম—দলকে জেতাতে যাচ্ছি।” আজকের ম্যাচে মোহনবাগান জয় পেলে, সেই জয় তিনি উৎসর্গ করবেন তাঁর মা-বাবাকে। এই একটুখানি আনন্দেই যেন জীবনের শোক কিছুটা ম্লান করবে প্রসেনজিতের।