TRENDING:

Virat Kohli : আবার বিরাট কোহলিকে ছুঁতে মাঠে ঢুকল বাঙালি ভক্ত, আরাগবাগের ছেলেকে আটকে রেখেছে পুলিশ! ইডেনের ঘটনা এবার রাঁচিতে

Last Updated:

Virat Kohli : ইডেনের পর রাঁচি! ভক্তের ‘ভগবান’ বিরাট কোহলিকে ছুঁয়ে দেখতে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও মাঠের মধ্যে ঢুকে পড়ল আরও এক বাঙালি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি : ইডেনের পর রাঁচি! ভক্তের ‘ভগবান’ বিরাট কোহলিকে ছুঁয়ে দেখতে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও মাঠের মধ্যে ঢুকে পড়ল আরও এক বাঙালি।
News18
News18
advertisement

রবিবার রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট। তার পরেই দৌড়ে মাঠে ঢুকে পড়ে তাঁর পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত।

জানা গিয়েছে, বিরাট কোহলির সেই ভক্ত আসলে আরামবাগের পুরশুড়ার বাসিন্দা। নাম শৌভিক মুর্মু। আপাতত রাঁচি পুলিশ তাঁকে আটক করে রেখেছে। প্রিয় ক্রিকেটারকে একটিবার ছুঁয়ে দেখার জন্য বারবার চেষ্টা করেছেন পুরশুড়ার এই যুবক। তাঁর বাড়ি কাবলের মধুপুর আদিবাসী পাড়ায়।

advertisement

গত আইপিএল চলাকালীন সাইকেলে চেপে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন শৌভিক। কিন্তু বিরাটের সঙ্গে সাক্ষাৎ হয়নি। তাই রবিবার ফের চেষ্টা করেন, একবার বিরাটের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন! তাই সোজা পৌঁছে যান রাঁচিতে।

তারকা ক্রিকেটারদের জন্য উন্মাদনা বিভিন্ন ক্রিকেট ম্যাচের সময়েই দেখা যায়৷ আর বিরাট কোহলিকে একবার ছুঁয়ে দেখার ইচ্ছাতে একাধিকবার বিভিন্ন আলাদা স্টে়ডিয়ামে ফ্যানরা তাঁর কাছে পৌঁছে যেতে চেষ্টা করেছে, কেউ সফল হয়েছে, কেউ বিফল৷

advertisement

আরও পড়ুন- টেস্টে কি অবসর ভেঙে ফিরছেন কোহলি? ম্যাচ সেরার পুরস্কার নিয়ে জানিয়ে দিলেন বিরাট

সেরা ভিডিও

আরও দেখুন
হোটেল কর্মীর ছেলের চিকিৎসা খরচ ৫০ লক্ষ টাকা, দরকার 'আমার-আপনার' সাহায্য
আরও দেখুন

আইপিএল ২০২৫ -র প্রথম ম্যাচে কেকেআর বনাম আরসিবি ইনিংসে মাঠে ঢুকে বিরাটকে ছুঁয়ে ফেলেন ঋতুপর্ণ পাখিরা৷ তার পর পুলিশের হাতে আটক, শেষমেশ জামিনও পান। ঋতুপর্ণ উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, ‘‘আমি ওর পা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি স্যার আমাকে তুলে নেন, আমার নাম জিজ্ঞেস করেন এবং বলেন, ‘তাড়াতাড়ি পালাও।’’ কোহলি স্যার নিরাপত্তা কর্মীদেরও বলেছিলেন আমাকে আঘাত না করে ধীরে ধীরে মাঠের বাইরে নিয়ে যান। এবার আরও এক বাঙালি মাঠে ঢুকলেন কোহলির কাছে পৌঁছবেন বলে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli : আবার বিরাট কোহলিকে ছুঁতে মাঠে ঢুকল বাঙালি ভক্ত, আরাগবাগের ছেলেকে আটকে রেখেছে পুলিশ! ইডেনের ঘটনা এবার রাঁচিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল