তবে ২০২৫ সালের এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে দেখা গিয়েছে বড় পরিবর্তন। ২০২৩ সালের স্কোয়াড থেকে সাতজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার বাদ পড়েছেন। এর মধ্যে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো কিংবদন্তিরা, যারা ইতিমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাদের পাশাপাশি রাবীন্দ্র জাদেজাও অবসর নিয়েছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।
এছাড়া চোট ও বিশ্রামের কারণেও কিছু বড় নামকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। ইংল্যান্ড সফরের পর বিশ্রামে রয়েছেন মহম্মদ সিরাজ। ঈশান কিষণ দীর্ঘদিন ধরেই দলে ফেরার চেষ্টা করলেও নির্বাচকদের আস্থাভাজন হতে পারেননি। কেএল রাহুল ও ওয়াশিংটন সুন্দরও বাদ পড়েছেন, যদিও সুন্দর সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে ছিলেন।
advertisement
এই পরিবর্তনের পেছনে ভারতীয় বোর্ডের পরিকল্পনা স্পষ্ট—দলকে ভবিষ্যতের জন্য গড়ে তোলা। তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে। ফিটনেস, ফর্ম ও ভবিষ্যৎ লক্ষ্যকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে।
আরও পড়ুনঃ IND vs UAE: এশিয়া কাপে ৩ স্পিনার নিয়ে নামবে ভারত? কোপ পড়বে পেস বিভাগে? বড় আপডেট দিলেন বোলিং কোচ
এখন নজর রয়েছে নতুনদের ওপর। তারা কি ২০২৩ সালের চ্যাম্পিয়ন দলের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারবে? না কি নিজেদের নতুন রূপে ইতিহাস গড়বে? ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উত্তরের অপেক্ষায়। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এবারের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হওয়ার ফেভারিট দল হিসেবে ভারত এগিয়ে রয়েছে।