ওয়েস্ট জোনের হয়ে খেলার কথা ছিল ফর্মে থাকা সরফরাজের, যিনি বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে টানা দুটি সেঞ্চুরি করে দুর্দান্ত ছন্দে ছিলেন। কিন্তু হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি করার সময়ই চোট পান তিনি, যার ফলে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে। ফলে, এমনকি যদি ওয়েস্ট জোন ফাইনালে পৌঁছায়, তবুও সরফরাজ আর খেলতে পারবেন না। তার বদলি হিসেবে দলে ঢুকতে পারেন বরোদার ব্যাটার শিবালিক শর্মা।
advertisement
ধ্রুব জুরেলের জায়গায় সেন্ট্রাল জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার উপেন্দ্র যাদবকে। যাদব এর আগে ৪১.৪০ গড়ে ২,৪৮৪ রান করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে, যার মধ্যে রয়েছে সাতটি শতরান ও ১২টি অর্ধশতরান। অন্যদিকে, শিবালিক শর্মা ৪৩.৪৮ গড়ে ১,০৮৭ রান করেছেন ১৮টি ম্যাচে। দুটি দলের পক্ষেই এই পরিবর্তন ব্যাটিং অর্ডারে বড় প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুনঃ Knowledge Story: এই পোকা বাড়িতে থাকলে ভুলেও তাড়াবেন না! ২টো থাকলেই আপনি কোটিপতি! অজানা অনেকের
এছাড়াও, সেমি-ফাইনালের সময় ভারতীয় টি২০ দলের সঙ্গে এশিয়া কাপের প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাশাহিতে রওনা হবেন কুলদীপ যাদব ও তিলক বর্মা। ফলে তারাও যথাক্রমে সেন্ট্রাল ও সাউথ জোনের হয়ে সেমি-ফাইনালে অংশ নিতে পারবেন না। গুরুত্বপূর্ণ এই চার তারকার অনুপস্থিতি দলীপ ট্রফির সেমি-ফাইনালের লড়াইকে অনেকটাই সমীকরণে বদলে দেবে বলে মনে করা হচ্ছে।