TRENDING:

Yuvraj Singh: ছয় ছক্কার জন্মদিন! যুবরাজের ইতিহাস লেখার দিন আজ, মনে আছে কিনা দেখুন তো

Last Updated:

Yuvraj Singh: ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে প্রথম সংস্করণ। মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচে যুবরাজ সিং যে কাণ্ড ঘটিয়েছিলেন ও রেকর্ড গড়েছিলেন তা আজও ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপে অক্ষত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০০৭ সালে টি২০ বিশ্বকাপে প্রথম সংস্করণ। মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচে যুবরাজ সিং যে কান্ড ঘটিয়েছিলেন ও রেকর্ড গড়েছিলেন তা আজও ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপে অক্ষত। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়-ছক্কার স্মৃতি চির অমলিন হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। সেই সময় টি-২০ বিশ্বকাপ নিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে যুবরাজের ওই ছটা ছয় যেন বুঝিয়ে দিয়েছিল আগামিতে ক্রিকেটে সবথেকে জনপ্রিয় ফর্ম্যাট হতে চলছে এটি।
যুবরাজ সিং
যুবরাজ সিং
advertisement

২০০৭ সালে ১৯ সেপ্টেম্বর ছিল সেই ঐতিহাসিক ম্যাচ। ব্যাটিং করার সময় অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাতে জড়িয়ে পড়েন যুবরাজ সিংয়ের। সেই রাগ গিয়ে পড়ল পরবর্তী ওভারে স্টুয়ার্ট ব্রডের উপর। তারপরের যেটা ঘটেছিল তা ইতিহাস। ব্রডের ছটি বলই বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন যুবি। লেগ সাইড, অফ সাইড, লং অন, লং অফ, স্কোয়ার অফ দ্যা উইকেট, যেখানেই বল করেছেন ব্রড মাঠের বাইরের পাঠিয়েছে যুবরাজ। ১২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন যুবরাজ।

advertisement

যুবরাজের সেউ ছয় ছক্কার ১৬ বছর পূর্তিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যুবরাজ সিং। যা মন ছুঁয়ে গিয়েছে সকলের। যুবরাজের সেই ওভারে ছয় ছক্কা মারাটা একটু অন্যভাবেই যেন হাইলাইটস দেখালেন প্রাক্তন ভারতীয় তারকা। আসলে স্যান্ড আর্ট আর্টিস্ট ক্রিস্টি ভ্যালিয়াভেটিল যুবরাজের জন্মদিনে তাঁকে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলেন। যেখানে স্যান্ড আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছিল এক ওভারে ছয় ছক্কা। যা দেখে মনে হবে যেন হাইলাইটস দেখলাম। সেই ভিডিওটিই ছয় ছক্কার ১৬ বছর পূর্তিতে ফের শেয়ার করেন যুবি।

advertisement

আরও পড়ুনঃ ODI World Cup 2023: এই সপ্তাহেই ‘বিশ্বসেরা’ হবে টিম ইন্ডিয়া! বিশ্বকাপের আগেই মিলতে পারে সুখবর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

দেখতে দেখতে ১৬টা বছর কেটে গিয়েছে সেই ঐতিহাসিক দিনের। ক্রিকেট প্রেমি ও যুবরাজ ফ্যানেদের চোখ বন্ধ করলে এখনও মনে হয় এই তো সেদিনের কথা। হাইলাইটস দেখলেও একবারও মন হয় না দেড় দশকের বেশি সময় মাঝে পেরিয়ে গিয়েছে। যুবরাজ সিংয়ের নামের আগে বর্তমানে যতই প্রাক্তন ক্রিকেটার তকমা জুড়ে যাক না, যুবির সেই ইনিংস চির যৌবনের প্রতীক হয়ে থেকে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Yuvraj Singh: ছয় ছক্কার জন্মদিন! যুবরাজের ইতিহাস লেখার দিন আজ, মনে আছে কিনা দেখুন তো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল