TRENDING:

ফেভারিট ফ্রান্সের বিরুদ্ধে আজ ‘বুড়ো’ কাহিলই ভরসা অস্ট্রেলিয়ার

Last Updated:

বছর আটত্রিশের টিম কাহিল এই বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার ট্রাম্প কার্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো: বিশ্বকাপের অন্যতম সেরা দুই তরুণ স্ট্রাইকার এই টিমে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ফ্রান্সকে ভরসা দিচ্ছে গ্রিজম্যান, এমব্যাপের ফর্ম। বছর আটত্রিশের টিম কাহিল এই বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার ট্রাম্প কার্ড।
advertisement

ঘরের মাঠে একটুর জন্য ইউরো কাপ হাতছাড়া হয়েছে। ট্রফি জয়ের খিদে নিয়ে রাশিয়ায় ফরাসিরা। গ্রুপের ম্যাচে তাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-রোনাল্ডোর হ্যাটট্রিকে তিকিতাকার ছন্দপতন, রুদ্ধশ্বাস ম্যাচ ড্র করল পর্তুগাল

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

ফ্রান্স অজিদের বিরুদ্ধে আজ ৪-৩-৩ ছকে নামছে। গ্রিজম্যান, এমব্যাপে ও জিরুকে শুরু থেকে খেলিয়ে গোল তুলে নিতে চান কোচ দিদিয়ের দেশঁ। তাঁর ভরসা তিন স্ট্রাইকার গোলের মধ্যে রয়েছেন। ডিফেন্সে রাফায়েল ভারানে ছাড়া ভার নেওয়ার আর কেউ নেই। অন্যদিকে প্রায় প্রতিবারই শেষ মুহূর্তে কোয়ালিফার জিতে বিশ্বকাপে আসে অস্ট্রেলিয়া। রাশিয়া তাদের কাছে চতুর্থ বিশ্বকাপ। সকারুদের এবার ভরসা বুড়ো টিম কাহিল। বড় টুর্নামেন্টে কোনওদিনই দাগ কাটতে পারেনি অজিরা। ৪-২-২ ছকে প্রথম ম্যাচে নামছে অস্ট্রেলিয়া ৷ আজ তাই ফেভারিট হিসাবে শুরু করেছেন গ্রিজম্যানরাই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ফেভারিট ফ্রান্সের বিরুদ্ধে আজ ‘বুড়ো’ কাহিলই ভরসা অস্ট্রেলিয়ার