আপনি অন্তর্বাস হিসেবে বক্সার কিম্বা ব্রিফ পরেন ৷ আপনার এই পোশাক সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার যৌনজীবনে ৷ সাম্প্রতিক আমেরিকার প্রজনন সম্পর্কিত এক জার্নালে এই নিয়ে এক সমীক্ষা প্রকাশিত হয়েছে ৷
সমীক্ষা অনুসারে যে পুরুষরা বক্সার পরিধান করেন তাদের শুক্রাণু অনেক বেশি শক্তিশালী ৷ এমনকি তাদের শুক্রাণু উৎপাদনও যাঁরা ব্রিফ পরেন তাদের চেয়ে অনেকটাই বেশি ৷
advertisement
আলগা ফিট বক্সারে স্পার্ম কনসেনট্রেশন বেশি হয় ৷ শুধু তাই নয় ব্রিফ পরা ব্যক্তিদের স্পার্ম যতটা না কার্যকরী হয় তার চেয়ে অনেক বেশি কার্যকরী হয় এই অন্তবার্স পরা পুরুষদের স্পার্ম ৷
সন্তানের ইচ্ছুক বাবা-মার ওপর সমীক্ষা চালানো হয়েছিল ম্যাসাচুসেটস জেনারল হাসপাতালে ৷ ২০০০ থেকে ২০১৭ অবধি চালানো হয়েছিল এই সমীক্ষা ৷ সমীক্ষা চালানো হয়েছিল ১৮ থেকে ৫৬ বছর অবধি মানুষের ওপর ৷ সামাজিক বাধার কারণে পুরুষদের কোনও অসুবিধা হলেও তাঁরা বিশেষ মন প্রকাশ করতে বলতে পারেন না এমনটাই দেখা গেছে ৷ আর এরই জেরে সন্তান ধারণ করতে পারেন না বহু দম্পতি ৷
আরও পড়ুন - ২০০০ টাকার নোট : এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
গত বছর হিব্রু ইউনিভার্সিটি পাবলিক হেল্থ ও সান্না সোয়ানেও গতবছর একটি সমীক্ষা করা হয় ৷ সেখানেও দেখা গেছে পুরুষদের সন্তান উৎপাদনক্ষমতায় ভয়াবহভাবে প্রভাব পড়ছে ৷
আর এই নিম্নমুখী গ্রাফের কারণ যেরকম স্ট্রেস , তেমনিই অন্তর্বাস বাছাইও ৷ স্টাইল স্টেটমেন্ট বজায় রাখতে গিয়ে বড় ক্ষতি হয়ে যাচ্ছে সামাজিক পরিকাঠামোতে ৷