সূত্রের খবর, দিল্লিতে ত্যাগরাজ মার্গে দু’পক্ষের বৈঠক হয় ৷ সেই বৈঠকের শেষেই আসন-রফা চূড়ান্ত হয় ৷ উত্তরপ্রদেশের মোট ৮০টি লোকসভা আসন ৷ তার মধ্যে ৩৭টি করে আসন ভাগাভাগি হয়েছে এসপি এবং বিএসপি দলের মধ্যে। দু’টি দল মিলে ৭৪টি আসনে প্রার্থী দেবে ৷ বাকি আসন তারা ছেড়ে দিচ্ছে কংগ্রেস, রাষ্ট্রীয় লোক দল এবং অন্যান্য ছোট মাপের পার্টির জন্যে। প্রসঙ্গত, রায়বেরিলি এবং আমেঠির আসনে লড়বেন রাহুল গান্ধি এবং সনিয়া গান্ধি ৷
advertisement
আরও পড়ুন: ‘রাম মন্দির তৈরি তো দূরের কথা, দেশে এখন রামের নাম আওড়ানোই মুশকিল হয়ে যাবে’
এসপি এবং বিএসপি ৷ দুই দলের নেতাদের সম্মতিতেই আসন রফা চূড়ান্ত হয়েছে ৷ যদিও এই আসন বন্টনে বেঁকে বসেছে কংগ্রেস ৷ দু’টোর বেশি আসনে লড়ার দাবি জানিয়েছে কংগ্রেস ৷ কিন্তু তা দিতে অস্বীকার করেছেন মায়াবতী এবং অখিলেশ যাদব ৷
advertisement
Location :
First Published :
January 05, 2019 12:01 AM IST