TRENDING:

১৯-র নির্বাচনে উত্তরপ্রদেশে সপা-বিএসপি লড়বে ৩৭-৩৭ আসনে, কংগ্রেসের দখলে মাত্র ২

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনেই উত্তরপ্রদেশে কাঁধে কাঁধ রেখে লড়বে সপা-বসপা ৷ উত্তরপ্রদেশে ৩৭টি আসনে লড়বেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব এবং অপর ৩৭টি আসনে লড়বেন বিএসপি সুপ্রিমো মায়াবতী ৷ এছাড়া মাত্র দু’টি আসন রয়েছে কংগ্রেসের দখলে ৷
advertisement

সূত্রের খবর, দিল্লিতে ত্যাগরাজ মার্গে দু’পক্ষের বৈঠক হয় ৷ সেই বৈঠকের শেষেই আসন-রফা চূড়ান্ত হয় ৷ উত্তরপ্রদেশের মোট ৮০টি লোকসভা আসন ৷ তার মধ্যে ৩৭টি করে আসন ভাগাভাগি হয়েছে এসপি এবং বিএসপি দলের মধ্যে। দু’টি দল মিলে ৭৪টি আসনে প্রার্থী দেবে ৷ বাকি আসন তারা ছেড়ে দিচ্ছে কংগ্রেস, রাষ্ট্রীয় লোক দল এবং অন্যান্য ছোট মাপের পার্টির জন্যে। প্রসঙ্গত, রায়বেরিলি এবং আমেঠির আসনে লড়বেন রাহুল গান্ধি এবং সনিয়া গান্ধি ৷

advertisement

আরও পড়ুন: ‘রাম মন্দির তৈরি তো দূরের কথা, দেশে এখন রামের নাম আওড়ানোই মুশকিল হয়ে যাবে’

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এসপি এবং বিএসপি ৷ দুই দলের নেতাদের সম্মতিতেই আসন রফা চূড়ান্ত হয়েছে ৷ যদিও এই আসন বন্টনে বেঁকে বসেছে কংগ্রেস ৷ দু’টোর বেশি আসনে লড়ার দাবি জানিয়েছে কংগ্রেস ৷ কিন্তু তা দিতে অস্বীকার করেছেন মায়াবতী এবং অখিলেশ যাদব ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
১৯-র নির্বাচনে উত্তরপ্রদেশে সপা-বিএসপি লড়বে ৩৭-৩৭ আসনে, কংগ্রেসের দখলে মাত্র ২