TRENDING:

এলাকার যুবকরা মদের নেশায় আসক্ত! প্রতিবাদে রাস্তায় মহিলারা যা করলেন...চারিদিকে ছড়িয়ে বোতলের কাচ!

Last Updated:

হুগলির আরামবাগের মইগ্রামে বেআইনি মদ বিক্রির প্রতিবাদে মহিলারা টোটো ঘিরে মদের বোতল ভেঙে দেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বেআইনি মদ বিক্রির প্রতিবাদে সরব হলেন গ্রামের মহিলারা। টোটোতে মদ নিয়ে যাওয়ার সময় ঘেরাও করে বিক্ষোভের পাশাপাশি মদের বোতল রাস্তায় ফেলে ভেঙে দেন। ঘটনাটি ঘটেছে আরামবাগের মইগ্রাম এলাকায় । রাস্তায় মডের বোতল ফেলে বিক্ষোভ দেখাতে তাহাকেন এলাকার স্থানীয় মহিলারা, ঘটনায় ব্যাপক উত্তেজনা আরামবাগে।
advertisement

প্রেমিক ঘরে, কোলে শুয়ে ৩ সন্তানের মা বললেন, ‘চিকেন খাওয়াবে?’ উত্তর, ‘এখন না’, তার পর যা হল!

মামার ছেলের সঙ্গে প্রেম, বিয়ে! পরিবারের বিরুদ্ধে গিয়েও হল না শেষরক্ষা…সুটকেসে রাকেশ-গৌরীর ‘রক্তাক্ত’ সম্পর্কের ইতি!

স্থানীয় সূত্রে খবর, মইগ্রাম এলাকায় স্কুলের পাশে কিছু বাড়িতে রমরমিয়ে বেআইনিভাবে মদের ব্যবসা চলছে। বারবার এবিষয়ে পুলিশ ও আবগারি দফতরে জানিয়েও কোনও কাজ হয়নি। বিক্রেতাদের এবিষয়ে প্রতিবাদ জানিয়েও সুরাহা হয়নি। মদ খেয়ে বাড়ির পুরুষরা সংসারে অশান্তি করছে বলে অভিযোগ। মদের নেশায় সর্বস্ব খোয়াচ্ছে তারা। এদিন এক বিক্রেতা টোটোয় মদ নিয়ে আসার সময় মহিলারা টোটো ঘিরে ফেলেন। তারপর মদের বোতল রাস্তায় ফেলে ভেঙে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। পরে পুলিশ এক অভিযুক্তকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।

advertisement

ট্রেনে সফর করছিলেন ২ সাধু, TT এসে টিকিট দেখতে চাইলে বললেন, ‘বাবা, আমাদের টাকা কোথায়?’ কিন্তু…হাতে এটা কী? যা জানা গেল!

এই বিষয়ে স্থানীয় এক মহিলা মিতা রায় বলেন, এলাকার স্থানীয় যুবকরা মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। প্রতিদিন মদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা চলছে। সংসার পাতি ছেড়ে মদের নেশায় আসক্ত হয়ে পড়ছে এলাকার যুবক থেকে কিশোররা। আর এলাকার কিছু স্থানীয় মানুষদের মদতে বেআইনি মদের ব্যবসা ডমরো নিয়ে চলছে এলাকায়। স্থানীয় মানুষটা প্রশাসনের উচ্চতর পর্যায়ে জানিয়েও সেভাবে কোন লাভ হয়নি বলে একেবারে প্রতিবাদে মদের বোতল রাস্তায় ভেঙে প্রতিবাদ জানায়।

advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। উত্তেজনায় শান্ত করতে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এলাকার যুবকরা মদের নেশায় আসক্ত! প্রতিবাদে রাস্তায় মহিলারা যা করলেন...চারিদিকে ছড়িয়ে বোতলের কাচ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল