TRENDING:

মহিলার পোশাক ধরে টানাটানি, ভূত সেজে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবেশী যুবকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাটোয়া: আবার মহিলার পোশাক ধরে টানাটানি। সেই মহিলার হাতেই ভূত ধরা পড়ার পর রহস্যের পর্দা উঠল। ভূত ও তার বাবা ফেরার। ভূতের মাকে আটক করেছে পুলিশ। প্রতিবেশি যুবকের কুকীর্তি দেখে ক্ষোভে ফুটছে স্থানীয় মানুষ।
advertisement

শ্লীলতাহানি করতে এসে ভুত ধরা পড়ল গৃহবধূর হাতে। তবে এত সহজে ধরা পড়েনি সে। রাতবিরেতে কখনও বাড়িতে ঢিল মেরে, কখনও পোষাক টানাটানি করে পালিয়ে যেত। তবে ওই যে কথাই আছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান।ধরা যে একদিন পড়তেই হবে, সেটা ভাবতেই পারেননি কাটোয়া পুরসভার মণ্ডলপাড়ার বাসিন্দা সুরজ শেখ।

advertisement

রবিবার রাতেও আর ভূতকে পালাতে দেননি গৃহবধূ। ধরে ফেলেন হাতেনাতে। পরিচয় জানার পর বিস্ময়ের ঘোরও কাটেনি। এ তো তাদেরই প্রতিবেশি। ভূত সেজে বাড়িতে ঢুকে তান্ডব চালাচ্ছে।

অভিযুক্ত সূরজ ও তার বাবা ফেরার। যদিও সূরজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ত্রৈলক্যনাথের গল্পে দুষ্টু ভূতকে ধরতে ভালো ভূত ভাড়া করেছিল গল্পের নায়ক। কাটোয়ার গৃহবধূর সে প্রয়োজন পড়েনি। তিনি একাই একশো। নিজের হাতেই ধরেছেন অভিযুক্তকে। দুষ্টের দমন করেছেন। ঠিক মা দুর্গার মতোই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলার পোশাক ধরে টানাটানি, ভূত সেজে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবেশী যুবকের