সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বাটানগর পুরাতন জনতা রেস্টুরেন্টের মাঠে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই দেহর পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
ভিড় জমাতে থাকে সাধারণ বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে জানান ওই যুবককে ।
আরও পড়ুন: শনিবার, রবিবার নাকি…কবে নখ কাটছেন? এইদিন কাটলে হাতে আসবে টাকা! ভুলেও কাটবেন না কোনদিন, জেনে নিন
মৃত যুবকের নাম সায়ন বিশ্বাস বয়স ২৬ বাড়ি মহেশতলা বাটানগর মল্লিক বাজার নতুন পল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২দিন আগে বাড়ি থেকে বার হয়েছিল আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পরেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ২দিন পর মাঠ থেকে উদ্ধার হল তার দেহ। পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নতদন্তের জন্য পাঠিয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।
