ইনডোর, আউটডোর, বিভিন্ন ফল ও ফুলের গাছ মিলিয়ে বর্তমানে বেশ কয়েক হাজার গাছ তাঁর বাড়িতে। শৈশবে শিক্ষকের গাছ লাগানো দেখে অনুপ্রাণিত হন তিনি। নিজের বাড়িতে সামান্য কিছু গাছ দিয়ে শুরু হয় বাগান তৈরি। তাও আজ থেকে প্রায় ৬৫ বছর আগের কথা। এর পর স্কুল এবং কলেজ জীবনে গাছ লাগিয়েছেন, বাড়ির সামনে করেছেন বাগান। তবে কলেজ জীবনের পরে পেশাগতভাবে তিনি গাছ বিক্রি শুরু করেন। কর্মজীবনে সমবায় সমিতির ম্যানেজার হলেও গাছের পরিচর্যা,ফুল ও ফল গাছ বিক্রি এবং বাগানের পরিচর্যা পূর্ণচন্দ্র রায়ের প্রতিদিনের রুটিন।
advertisement
ধীরে ধীরে বাড়িয়েছেন বাগানের পরিসর। কখনও কিনে, কখনও আবার অন্যদের থেকে নিয়ে এসেছেন বিভিন্ন চারা গাছ। গাছের পরিচর্যা, নতুন নতুন গাছ তৈরি করা, জল দেওয়া, সমস্তটাই করেন নিজের হাতে। প্রতিদিন গাছের বিক্রি হয় ভালই। রথযাত্রা বা দুর্গা পুজোর সময় বিক্রি বাড়ে। প্রতিমাসে এই বাগান থেকেই তাঁর রোজগার ১৫ থেকে ২০ হাজার টাকা।